সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নিজের না’মে ডাক টিকিট, ৩৬ বছরের কেরিয়ারে সে’রা প্রাপ্তি বলে আ’বে’গে ভাসলেন ইন্দ্রানী হালদার

জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী – সিনেমা জগতের সাথে তাঁর বহুদিনের আলাপ। নয় নয় করে ৩৬ বছর অতিবাহিত হয়েছে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। নিজের কাজের মাধ্যমে মানুষের মন জয় করেছেন তিনি। তিনি আর কেউ নন, জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। আগামীকাল নববর্ষ।

তার আগেই ভারতীয় ডাকবিভাগ সাতজন কৃতী বাঙালির ডাক টিকিট প্রকাশ করেছে, তার মধ্যে রয়েছে বাঙালি অভিনেত্রীর নাম। পাঁচ টাকার ডাক টিকিট প্রকাশিত হয়েছে তাঁর নামে। নববর্ষের আগেই জীবনের সেরা সম্মানে ভূষিত হয়ে আপ্লুত ও কৃতজ্ঞ ইন্দ্রাণী হালদার।

এ প্রসঙ্গে ইন্দ্রাণী হালদার নিজের উন্মাদনা ধরে রাখতে পারেন নি। তিনি বলেছেন, “আমার নামে ডাক টিকিট বের হবে তা আমি কখনও ভাবতেও পারিনি। এ শুধু আমার নয়, আমার পরিবারের কাছেও এক বিরাট পাওনা। আমার এই ৩৬ বছরের কেরিয়ারে সবথেকে বড় সম্মান।

আরো পড়ুন: নেপালের এক কিশোরকে হনুমানের পুনর্জন্ম ব’লে ধ’রা হচ্ছে! রয়েছে ৭০ সেমি ল’ম্বা লেজ

ছোটবেলা থেকে এই ডাক টিকিট জমানোর খুব শখ ছিল আমার। বাবা যখন বিদেশে থাকতেন, তখন প্রচুর ডাক টিকিট জমিয়েছি। এখন অবশ্য আর জমাই না। তবে সেই খাতা এখনও রয়েছে আমার কাছে। যাঁকে যাঁকে বলেছি সকলে অবাক হয়েছে”।

তাঁর নামে ডাক টিকিট বেরিয়েছে একথা ইন্দ্রাণী হালদার তাঁর মাকে জানাতেই প্রথমে তিনি বিশ্বাসই করেননি। “ডাক টিকিট তো গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরুদের নামে বের হয় তোর নামে কেন বেরোবে? সত্যি না নকল?” টিকিটটা যে সত্যিই, তা তিনি তাঁর মাকে এনে দেখান।

প্রীতম সরকারের তত্ত্বাবধানে ‘সপ্তপর্ণী’ নামক এক অনুষ্ঠানের মাধ্যমে এই ডাকটিকিটগুলি প্রকাশিত হয়। ইন্দ্রাণী হালদারের পাশাপাশি আর যাঁর যাঁর নামে ডাক টিকিট প্রকাশ করা হয়েছে তাঁরা হলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, পিসি সরকার, শোভনদেব চট্টোপাধ্যায়, সম্বরণ বন্দ্যোপাধ্যায়, পণ্ডিত তন্ময় বোসু এবং সত্যম রায়চৌধুরী। ইন্দ্রাণী হালদারের কথায়, এমন বরেণ্য ব্যক্তিত্বদের সাথে মঞ্চ শেয়ার করতে পারাও তাঁর কাছে জীবনের অনেক বড় পাওয়া।