সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রোগী ধরতে অনলাইনে ফাঁ’দ পা’ত’ছে দালালচক্র, এবার প্রধানমন্ত্রীকে চি’ঠি দিলেন বাংলার চিকিৎসকরা

আপনি হয়তো অনলাইনে এরকম বিজ্ঞাপন দেখে থাকবেন যে, “গলব্লাডারে স্টোন? অ্যাপেন্ডিক্সের ব্যথায় কাতর? মাত্র ৫০ হাজারে অপারেশন করান।” অনলাইনে এমনই বিজ্ঞাপন দিয়ে দালালচক্র ফাঁদ পেতেছে। যা নিয়ে ক্ষুব্ধ বাংলার সার্জনরা।

পশ্চিমবঙ্গের চিকিৎসকেরা জানান, এটা চিকিৎসা না ফ্ল্যাট কেনাবেচা, বোঝা যাচ্ছে না। এহেন বিজ্ঞাপন সরাসরি অমান্য করছে ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলকে। কাউন্সিলের রেগুলেশনের ৭.১৯ পরিচ্ছেদে স্পষ্ট বলা আছে, কোনও চিকিৎসক রোগী ধরার ক্ষেত্রে কোনওরকম দালাল, এজেন্ট ব্যবহার করতে পারবেন না।

দেশের শল্য চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠন অ্যাসোসিয়েশন অফ মিনিমাল অ্যাসেস সার্জনস অফ ইন্ডিয়া বা এএমএএসএআই-এর সদস্য সংখ্যা এই মুহূর্তে ১১ হাজারেরও বেশি। গোটা বিষয়টি অত্যন্ত ক্ষুব্ধ সংগঠন। এই মুহূর্তে বঙ্গে এই সংগঠনের সম্পাদক প্রসিদ্ধ শল্য চিকিৎসক ডা. মাখনলাল সাহা। তিনি জানান, অনলাইনে বিজ্ঞাপনের বিষয়টি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে এএমএএসএআই জানিয়েছে প্র‍্যাক্টো, হেলথিয়ানস, প্রিস্টিনে-র মতো বেশ কয়েকটি মোবাইল অ্যাপ রয়েছে। গ্রাহকদের সস্তায় চিকিৎসা পাইয়ে দেওয়ার বেআইনি বিজ্ঞাপন দেখাচ্ছে তারা।

মুষ্টিমেয় শল্যচিকিৎসক এদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। অপারেশন করাতে একটি লোভনীয় রেট দিচ্ছে এই সমস্ত অ্যাপ। তার মধ্যেই ধরা থাকে দালালদের কমিশন। অস্ত্রোপচার করার পর ওই টাকা কেটে নিয়ে শল্যচিকিৎসককে পাওনা মেটানো হচ্ছে।