Home দেশ ওড়িশায় ক্যামেরায় ধ’রা পড়লো দু’র্ল’ভ কা’লো বাঘ, দেশজু’ড়ে ভাইরাল ভিডিও

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ওড়িশায় ক্যামেরায় ধ’রা পড়লো দু’র্ল’ভ কা’লো বাঘ, দেশজু’ড়ে ভাইরাল ভিডিও

একটি বিরল প্রজাতির কালো বাঘ দেখা গেল ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওডিশার সিমিলিপাল জাতীয় উদ্যানে।আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে বৃহস্পতিবার টুইটারে টুইট করা ১৫ সেকেন্ডের এক ভিডিওতে দেখা যায়, কালো রঙের বাঘটি একটি গাছে আঁচড় বসিয়ে চলে যাচ্ছে।

ভারতীয় বন পরিষেবা কর্মকর্তা সুশান্ত নন্দা ভিডিওটি টুইট করে লিখেছেন, বিশ্ব বাঘ দিবসে একটি বিরল গাঢ় কালো রঙের বাঘের এলাকা চিহ্নিত করার চমৎকার দৃশ্য শেয়ার করলাম।


সামাজিক যোগাযোগমাধ্যমে বিরল এই বাঘের দৃশ্য বেশ আলোড়ন তুলেছে। টুইটারে একজন লিখেছেন, এই বাঘের সংখ্যা যদি পুনরায় বৃদ্ধি করা যায়, তাহলে সেটি পুরো ওড়িশা রাজ্যের জন্য সুসংবাদ হবে।

আরো পড়ুন: দুর্গাপুজোর সপ্তমী-অষ্টমী-নবমী-দশমীর পুজো কখন? কুমারী পুজো বেলুরমঠে কখন?

সাদা বা সোনালি রঙের হালকা ত্বকে গাঢ় কালো ডোরাকাটা বাঘ একেবারে বিরল। এ ধরনের কালো ডোরাকাটা বাঘের অন্যতম কারণ হলো জিনগত রূপান্তর। মিউটেশনের কারণে বাঘের স্বতন্ত্র কালো ডোরা বড় হয়ে যায় এবং কমলা রঙের ওপর তা ছড়িয়ে পড়ে।