সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দুর্গাপুজোর সপ্তমী-অষ্টমী-নবমী-দশমীর পুজো কখন? কুমারী পুজো বেলুরমঠে কখন?

সময় কি কারো জন্য অপেক্ষা করে থাকে? কখনই না। এই তো দূর্গাপূজা গেল সবে এরমধ্যেই আবার নতুন বছরের দূর্গাপূজাও একেবারে ঘাড়ের কাছে এর বলে।

তাহলে দূর্গাপূজার মাতামাতি যখন বাঙালিদের মনে এমনভাবে শুরু হয়ে গেল তখন তার দিনক্ষণ দেখে নেওয়াটা জরুরি। বাঙ্গালীদের মনে দুর্গাপূজা নিয়ে উন্মাদনা অনেক আগের থেকেই শুরু হয়ে যায়, এবারও কিন্তু তার অন্যথা ঘটেনি।

তাই কবে থেকে শুরু হচ্ছে এবছরের দুর্গাপুজো? সেটা জেনে নেওয়া যাক। দুর্গাপূজো বেলুড় মঠে র দিনক্ষণ ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। কারণ সময় যে আর বেশী নেই। কাউন্টডাউন একপ্রকার শুরু হয়ে গেছে, তার কারণেই সপ্তমী, অষ্টমী, নবমী কবে থেকে হবে সেটা জানিয়ে দেওয়া হল।

আরো পড়ুন: চাকরি দেওয়ার নাম করে টা’কা তুলেছিল পার্থ ঘনিষ্ঠ ছেলে, এখন শো’ধ করছেন বৃদ্ধ বাবা

১৫ আশ্বিন, ২ রা অক্টোবর রবিবার মহাসপ্তমী, তার তোড়জোড় যেন এখন থেকেই শুরু করেছে তারা। এরপরেই ১৬ আশ্বিন, ৩ রা অক্টোবর মহাষ্টমী সোমবার।

জানা গিয়েছে ভোর ৫ টা ৩০ মিনিট থেকে শুরু মহাষ্টমীর পূজো। কুমারী পুজো হওয়ার কথা সকাল ৯ টা থেকে। এদিকে আবার বিকেল ৪ টে ১৪ মিনিট থেকে বিকেল ৫ টা ২ মিনিট পর্যন্ত সন্ধিপুজো চলবে।

মহানবমী ১৭ আশ্বিন ৪ ঠা অক্টোবর মঙ্গলবার, পুজো শুরু হবে ভোর ৫ টা ৩০ মিনিট থেকে। তারা অঞ্জলি দিতে চান তাদের জন্য জানানো হয়েছে ভোগারতির পর দেবীর পুষ্পাঞ্জলি হবে।