সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বলিউড তারকা ও সাউথ তারকার মধ্যে পারিশ্রমিকের পা’র্থ’ক্য দেখলে চোখ ক’পা’লে উ’ঠ’বে!

একদিকে যখন বলিউড এবং টলিউডের ইন্ডাস্ট্রি মুখ থুবড়ে পড়ছে, বিপরীতে দক্ষিণী ইন্ডাস্ট্রি সাফল্যের দিকে তত্তড়িয়ে এগিয়ে চলছে। বর্তমানে দর্শকদের মনে দক্ষিনী সিনেমার জয়জয়কার। বর্তমানে দক্ষিণের সুপারস্টারদের সম্মিলিত কাজের মাধ্যমে সাউথ ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রি এখন ব্যবসা করছে রমরমিয়ে। জানেন কি দক্ষিণের নায়করা প্রত্যেকটি ছবিতে অভিনয় করার জন্য কত টাকা পারিশ্রমিক নেন? বলিউড অভিনেতাদের সঙ্গে দক্ষিণে অভিনেতাদের পারিশ্রমিকের পার্থক্য কত?

এই প্রতিবেদনে আমরা সেই সম্পর্কেই বিস্তারিত জানব। বলিউডের অভিনেতা শাহরুখ খান সালমান খান এবং আমির খান এরা পারিশ্রমিক বলে কিছু নেন না, তারা কিছু লভ্যাংশের বিনিময়ে চুক্তি স্বাক্ষর করে থাকেন যদিও এই একই রকম কাজ করেন হৃত্বিক রোশনও।

এবার আসুন জেনে নি কোন বলিউডের অভিনেতা অভিনয় করার জন্য কত পারিশ্রমিক নেন। সম্প্রতি অক্ষয় কুমার একটি ছবিতে অভিনয় করেছেন এবং যার পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ১৩৫ কোটি টাকা।

আরো খবর: মাত্রারি’ক্ত ঝা’ল খেয়ে বি’রা’ট বি’প’দ! কাশির জন্য পাঁজরের একাধিক হা’ড় ভে’ঙে গেল তরুণীর

এরপরেই রয়েছে রানবির কাপুরের নাম। তিনি ছবি পিছু ৭০ কোটি টাকা করে নেন।

রণবীর সিং নেন পারিশ্রমিক হিসেবে ৫০ কোটি টাকা।

টাইগার শ্রফ প্রতিটি ছবিতে অভিনয় করার জন্য ছবি পিছু টাকা নেন ৫০ কোটি টাকা।

বরুণ ধাওয়ান ছবি পেছু নেন ৩৫ কোটি টাকা শাহিদ কাপুর ছবি পিছু পারিশ্রমিক নেন ৩০ কোটি টাকা।

এবার আসুন জেনে নি দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেতারা ছবি পিছু কত টাকা করে পারিশ্রমিক নেন।

রজনীকান্ত দক্ষিণ ভারতের একজন সুপারস্টার টিনের ছবি পিছু পারিশ্রমিক নেন ১০০ কোটি টাকা।

এরপরেই রয়েছেন প্রভাস, তিনি ছবি পিছু পারিশ্রমিক নেন ১০০ কোটি টাকা।

মহেশবাবু ছবি পিছু পারিশ্রমিক নেন ৮০ কোটি টাকা।

মোহনলাল পারিশ্রমিক হিসেবে নেন ৬৪ কোটি টাকা।

জুনিয়র এনটিআর এবং রামচরণ দুই অভিনেতা আর আর আর ব্লকবাস্টার ছবিতে অভিনয় করার জন্য পারিশ্রমিক হিসেবে পেয়েছেন ৩৩ কোটি টাকা করে।

অল্লু অর্জুন পুষ্পা ছবিতে অভিনয় করার জন্য পারিশ্রমিক হিসেবে পেয়েছেন ৩৫ কোটি টাকা।

কেজিএফ ছবিতে অভিনয়‌ করে যশ পারিশ্রমিক নিয়েছেন ২৭ থেকে ৩০ কোটি টাকা।