সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাত্রারি’ক্ত ঝা’ল খেয়ে বি’রা’ট বি’প’দ! কাশির জন্য পাঁজরের একাধিক হা’ড় ভে’ঙে গেল তরুণীর

কথায় বলে না অতিরিক্ত কোন কিছুই ভালো নয়। তেমনি কোনো কিছু অতিরিক্ত খাওয়াও কিন্তু ভালো নয়। যে কোন রান্নায় তেল মসলা ছাড়া একদমই খেতে ভালো লাগে না কিন্তু তেল মশলা দিলে সেটাকে অবশ্যই পরিমাণমতো দিতে হবে যাতে কোনরকম শরীরে পরবর্তীকালে সমস্যা না হয়। এমন অনেকেই আছেন যারা ঝাল খেতে ভীষণ ভালোবাসেন কিন্তু ঝাল খাওয়া অতিরিক্ত কিন্তু একদমই ভালো নয়।

অতিরিক্ত ঝাল খেলে যে বিপদ হতে পারে তা কিন্তু আপনারা প্রত্যেকেই জানতে পারবেন এই প্রতিবেদনটির মাধ্যমে। এই বিষয়ে একটি ঘটনা ঘটেছে। অতিরিক্ত ঝাল খাওয়ার দরুন কাশি শুরু হয় এবং কাশতে কাশতে ভেঙে যায় পাঁজরের একাধিক হাড়। ঘটনাটি ঘটিয়েছে চিনা এক তরুণী। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়ে গেছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। খবর সূত্রে জানা গেছে চীনের সাংহাই শহরের বাসিন্দা ওই তরুণী পদবী হুয়াং।

সে অনেক বেশি ঝাল খাবার খাচ্ছিল। এরকমই একটি দিনে এরকম খাবার খেতে খেতে তার বিষম লাগে এবং কাশতে শুরু করেন, কাশতে কাশতে সেই তরুণী শুনতে পায় হাড় ভাঙ্গার শব্দ। প্রথমদিকে এই বিষয়টিকে একদমই গ্রাহ্য করেনি অবশেষে শ্বাস নিতে কষ্ট হলে চিকিৎসকের পরামর্শ নেয়।

আরো খবর: দিদি শিল্পার কারণেই নাকি অ’ব’সা’দে চলে গিয়েছেন শমিতা! কারণ খো’ল’সা করলেন অভিনেত্রী

এরপরই সিটি স্ক্যান দেখা যায় বুকের চারটি হাড় ভেঙে গিয়েছে ওই তরুণীর। ইতিমধ্যেই ওই তরুণীকে সুস্থ করে তোলার জন্য চিকিৎসকরা ওষুধ এবং অন্যান্য ব্যবস্থা নিয়েছেন। আপাতত তাকে একমাস বিশ্রাম করার কথা বলা হয়েছে। কিন্তু এরকম কাশির জন্য হাড় ভেঙে গেল এটা কি করে সম্ভব?

বিশেষজ্ঞদের মতে উচ্চতা অনুযায়ী সেই তরুণীর শরীরের ওজন কম যার ফলে পাঁজরের হাড় তার ভেঙ্গে গেছে। লম্বায় সে ১৭১ সেন্টিমিটার হলেও ওজন তার মাত্র ৫৭ কেজি। চিকিৎসকের মতে সেই তরুনীর শরীরে মাংসের পরিমাণ অত্যন্তই কম, যার কারণে বাইরে থেকেই হার দেখা যায়। এ ধরনের শরীরে হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশিই থাকে।