সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বেশি বয়সে মেয়েদের বি’য়ে হলে তাদের ম’ধ্যে বাচালপনা বা’ড়’বে, ব’য়া’ন সমাজবাদী পার্টির সাংসদের

সদ্য মেয়েদের বিয়ের বয়স 18 থেকে বাড়িয়ে 21 বছর করার প্রস্তাব পেশ হয়েছে সংসদে। আর কেন্দ্রের এই প্রস্তাবের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন বিরোধীরা। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ শফিকুর রহমান বর্ক কেন্দ্রের এই প্রস্তাবের বিরোধিতা করে বলেন মেয়েদের বিয়ের বয়স যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে তাদের মধ্যে বাচালপনা বাড়বে!

শুধু তাই নয়, তার দাবি মেয়েদের বিয়ের বয়স নাকি 18 থেকে কমিয়ে 15 করে দেওয়া উচিত! কারন এটাই নাকি মেয়েদের বিয়ের জন্য সবথেকে ভালো সময়! তার যুক্তি, 14 বছর বয়সেই বড় হয়ে যায় মেয়েরা। তাই এটাই নাকি তাদের বিয়ে দেওয়ার উপযুক্ত সময়! এমন বিতর্কিত মন্তব্য করে সমালোচনার পাত্র হয়েছেন ওই নেতা।

মেয়েদের বিয়ের বয়স নিয়ে নিষেধাজ্ঞা জারি করার পরিপন্থী তিনি। 18 বছর পর গরিব মেয়েদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেবে বলেই তার মত। তাই নাকি অনেক মেয়ের আর জীবনেও বিয়ে হয় না। ভারতে তাই নাকি বেশি বয়সে বিয়ে দেওয়া ঠিক নয়। শফিকুর রহমান বর্ক উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সাংসদ। এই প্রথম নয় এর আগেও বহুবার বিতর্কিত বয়ান দিয়ে তিনি সংবাদমাধ্যমের শিরোনামে উঠেছে।

একসময় সংসদে বন্দেমাতরম গান গাইবেন না বলে জানিয়ে দিয়েও বিতর্ক বাড়িয়েছিলেন তিনি। তার দাবি ছিল আল্লাহকে বাদ দিয়ে ইসলামে আর কারোর গুণ যাওয়ার অনুমতি নেই! আফগানিস্তানে তালিবানি শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি তালিবানদের প্রশংসা করেও বিতর্ক বাড়িয়েছিলেন।