সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’রো’না’র ভ’য়ে গ্রামবাসীরা গ্রামের না’ম পা’ল্টে দিতে তৎ’পর, কিন্তু কে’নো?

করোনা, সারা বিশ্বের কাছে এক বিভীষিকা। এই বিভীষিকা বিগত দেড় বছরেরও বেশি সময় ধরে সারা বিশ্ব জুড়ে যেন তান্ডব চালাচ্ছে। এর রেশ কতদিন পর্যন্ত থাকবে, তারও কোনো নিশ্চয়তা নেই। সারা বিশ্ববাসী এখন বিশ্বের সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় দিন গুনছেন। তারা চাইছেন এই মহামারী যেন দ্রুত পৃথিবী থেকে নির্মূল হয়ে যায়। করোনার বিন্দুমাত্র উপস্থিতিও যেন আর না থাকে।

করোনাকে এক দুঃস্বপ্নের মতো করেই ভুলে যেতে চান মানুষ। ঠিক এই কারণেই তো একটি গ্রামের নাম বদল করার সিদ্ধান্ত নিয়েছেন গ্রামবাসীরা। কারণ তাদের গ্রামের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে করোনা নামটি! সারা বিশ্বের এই অভিশাপ নিজের নামের সঙ্গে বহন করে নিয়ে যেতে তারা আর রাজি নন। তাই গ্রামের নাম বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন সেন্ট করোনা গ্রামের বাসিন্দারা। শীঘ্রই গ্রামের নতুন নামকরণ হতে চলেছে। অস্ট্রিয়ায় একটি ছোট্ট গ্রাম রয়েছে এর নাম “সেন্ট করোনা” (saint corona)

এই গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে প্রতি বছর সেখানে প্রচুর মানুষ বেড়াতে আসেন। ওই এলাকার মেয়র মাইকেল গ্রুবারও সম্প্রতি গ্রামবাসীদের কাছে গ্রামের নাম বদলানোর আবেদন জানিয়েছেন। প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম জলবায়ুতে ভরপুর যে এলাকা, তার নামের সঙ্গে মহামারীর রেশ থাকুক, এমনটা চাইছেন না কেউ।

সারা বছরই দেশ-বিদেশের বহু মানুষ এই গ্রামে বেড়াতে আসেন। গ্রামের প্রায় ৪০০ মানুষের রোজীরোজগার নির্ভর করছে এই গ্রামের পর্যটন শিল্পের উপর। অস্ট্রিয়ার গ্রামের বাসিন্দারা করোনার প্রকোপ ভালো মতোই টের পেয়েছেন। গত বছর থেকে এ পর্যন্ত অস্ট্রিয়ার প্রায় সাড়ে সাত হাজার মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এই গ্রীষ্মে কার নামে তাই তারা আর গ্রামের নাম রাখতে চান না। শীঘ্রই নাম বদলাতে চলেছে সেন্ট করোনা।