সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জ’ঙ্গি’দে’র আ’র্থি’ক সহায়তা, বিচ্ছিন্নতাবাদী ইয়াসিন মালিককে দো’ষী সা’ব্য’স্ত করলো NIA আদালত

সন্দেহ ছিল আগের থেকেই, সেই সূত্রেই গ্রেফতার করা হয়েছে তাকে। আজ সেই উদ্দেশ্যেই দোষী সাব্যস্ত করা হলো তাকে। বিচ্ছিন্নতাবাদী দলের নেতা ইয়াসিন মালিককে দোষী সাব্যস্ত করল দিল্লির বিশেষ এনআই এ। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, সন্ত্রাসবাদীদের মদদ ও অর্থ সাহায্য করতেন এই ইয়াসিন মালিক।

আজ বৃহস্পতিবার দিল্লিতে দাঁড়িয়ে সে এই কথা স্বীকার করেছেন । আজ সেই বয়ানের ভিত্তিতেই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আপাতত তার শাস্তি ঘোষণা না হলেও আগামী ২৫ মে পরবর্তী শুনানি রয়েছে। যেখানে কিনা তার শাস্তি ঘোষণা করা হবে।

বহুদিন থেকে উপত্যকায় বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী কাজকর্ম ও তার প্রচারের অভিযোগে জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের নেতা ইয়াসিন মালিককে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইয়াসিন মালিকের এই দল লিবারেশন ফ্রন্টকে আগেই নিষিদ্ধ করেছে।

আরো পড়ুন: মন্ত্রীর মেয়ের থে’কে ১৮ নম্বর বে’শি পেয়েও চাকরি পাননি ববিতা, জীবনের ৫ টি গুরুত্বপূর্ণ বছর ন’ষ্ট

এর আগে বহুবার তাকে গৃহবন্দী পর্যন্ত করা হয়েছে। কিন্তু যখন তার বিরুদ্ধে অভিযোগ আসে তিনি জঙ্গীদের মদত করেছেন, এমনকি তাদের অর্থ সাহায্য করেছেন তারপর থেকেই তাকে জেলে বন্দী করা হয়েছে। ২০১৯ সালের পুলওয়ামা ঘটনার পর থেকেই উপত্যকায় শুরু হয় ধরপাকড়।

আর ঠিক তখনই বেশ কয়েকজনের নাম উঠে আসে শীর্ষে, তার মধ্যে ছিলেন এই ইয়াসিন মালিক। মনে করা হচ্ছে যেদিন ইয়াসিনের সাজা ঘোষণা করা হবে, সেদিন উপত্যকায় ফের অশান্তির সৃষ্টি হতে পারে। এদিকে এন আই এ সূত্রে পাওয়া খবরে, আদালতে দাঁড়িয়ে ইয়াসিন নিজের দোষ নিজে স্বীকার করেছে।

যার কারণেই তাকে এবার দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে তার সাজা ঘোষণা করার আগেই, তার মোট সম্পত্তির পরিমাণ এন আই এ কোর্ট জানতে চেয়েছে। ইয়াসিনকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পরবর্তী শুনানির আগেই তার মোট সম্পত্তির পরিমাণ হিসেবনিকেশ করে হলফনামা আকারে জমা দেওয়া হয়।।