সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Oreo V Fab!o: পার্লের এই বিস্কুট বি’ক্রিতে স্থগিতাদেশ জা’রি করলো হাইকোর্ট, স্ব’স্তি পেলো Oreo

ভারতের জনপ্রিয় একটি সংস্থা পার্লে , এবার তাদের ওপরেই দিল্লির একক বিচারকের বেঞ্চ একটি নিষেধাজ্ঞা জারি করল। তাদের নির্দেশ দেওয়া হল যে, তারা এখন থেকে আর ফাবিও নামের ভ্যানিলা ক্রিম ভর্তি বিস্কুট বিক্রি করতে পারবে না। এই পার্লে কোম্পানি নাকি ট্রেডমার্ক ব্রেক করেছে, আর সেই কারণেই ইন্টারকন্টিনেন্টাল গ্রেট ব্র্যান্ডস পার্লে কোম্পানির ওপরে মামলা দায়ের করেছে।

তবে মামলা করার আসল কারণটা কি? আসলে ইন্টারকন্টিনেন্টাল গ্রেট ব্র্যান্ডস ভারতে খুব চর্চিত ও জনপ্রিয় বিস্কুট ওরিও বানিয়ে থাকে। সেটা দুটি চকলেট বিস্কুটের মধ্যে ক্রিম ভর্তি করে তৈরী করা। এটি বিশ্বের বিভিন্ন দেশে দারুন ভাবে জনপ্রিয় ,ভারতও তার মধ্যে অন্যতম। বাচ্চাদের খুব প্রিয় বিস্কুট এই ওরিও।

এটা একটি স্যান্ডউইচ ধরনের বিস্কুট। এবার ইন্টারকন্টিনেন্টাল গ্রেট ব্র্যান্ডস দাবি করেছে ঠিক ওরিও বিস্কুটের মতোই ফেবিও বিস্কুট তৈরী করছে পার্লে। ফেবিও বিস্কুটও ঠিক একই ধরনের, দুটি বিস্কুটের মধ্যে ক্রিম ভরা, যেটা দেখতে নাকি ওরিওর মতোই। এমনটা দাবি করেছে তারা।

আরো খবর: দু’র্ভা’গ্যজ’নক ঘ’ট’না উত্তরপ্রদেশে, ২৪ টি গরুকে ট্রেনের সামনে ঠে’লে দেওয়া হ’লো

তারা আরও জানায়, পার্লে Fab!o নামের মাঝে কেবল বিস্ময় চিহ্ন ব্যবহার করে বাঁচতে চাইছে। তাছাড়া উচ্চারণের দিক থেকেও প্রায় একই সমস্ত দিক বিচার করে, আদালতের পক্ষ থেকে পার্লে কোম্পানি কে এই Fab!o বিক্রি করার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।