সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দু’র্ভা’গ্যজ’নক ঘ’ট’না উত্তরপ্রদেশে, ২৪ টি গরুকে ট্রেনের সামনে ঠে’লে দেওয়া হ’লো

উত্তরপ্রদেশে ২৪ টি গরুকে ট্রেন এর সামনে ঠেলে দেওয়া হল , ট্রেনের ধাক্কাতে প্রাণ হারাল ১১ টি গরু । কেন এই অত্যাচার সাধারণ পশুদের উপর ! শনিবার সকালে কৃষকরা তাঁদের চাষের ফসল নষ্ট করার কারণে রাগের মাথায় ট্রেন এর সামনে ঠেলে দিলো ২৪ টি গরুকে । এই খবর পেয়ে নিকটবর্তী থানায় অভিযোগ করেছে গোরক্ষকরা।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদশের সম্বল জেলার এক গ্রামে। ঘটনায় প্রাণ হারায় ১১ টি গরু এবং জখম হয় আরো কয়েকটি গরু । দক্ষিণপন্থীরা এই অন্যায় এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন এবং অভিযুক্ত দের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন ।

অভিয্যুক্ত দের প্রতি রাগে ফুসছে এলাকাবাসী। গত সোমবার কেন্দ্রের প্রকাশিত এক নির্দেশিকাকে ঘিরে দেশ তথা বিশ্ববাসীর মধ্যে এক শোরগোল পরে যায়। কেন্দ্রীয় পশু কল্যাণ পরিষদ আগামী ১৪ই ফেব্রুয়ারিকে ‘ গরুকে জড়িয়ে ধরার দিবস ‘ বা ‘ ‘National cow hug day’ ঘোষণা করার দাবি জানিয়েছিল।

আরো খবর: স্ত্রী-বৌমার কারণে বহু পুরুষ মানুষের প্রাণ ও’ষ্ঠা’গ’ত, প্র’তি’বা’দ করেও কোনো ফল মি’ল’ছে না!

সেই আবেদনও প্রত্যাহার করে নেয় সংস্থাটি। এই অবহের মধ্যে দিয়েই আমাদের সামনে উঠে এসেছে গরুর সাথে নির্মম অত্যাচারের এই ঘটনাটি । সূত্রে খবর উত্তরপ্রদেশের সম্বল জেলার বাহজই থানার অন্তর্ভুক্ত লাহরাবন গ্রামের কাছে গরুগুলোকে ঠেলে দেওয়া হয় রেল লাইনে।

দেহরাদুন এক্সপ্রেস ট্রেনের নিচে চাপা পরে গরুগুলো। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে গত দুমাসে প্রায় একডজনের বেশি এইধরনের ঘটনা ঘটেছে এলাকাটিতে।