সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বালুচিস্তানে পাক বাহিনীর ওপর হা’ম’লা বিদ্রোহীদের, নি’হ’ত ১০ পাক সে’না

আরও একবার বালুচিস্তানে বিদ্রোহীদের হামলায় রক্ত ঝরল পাকিস্তানের সেনার। পাক সেনার বিবৃতি উদ্ধৃত করে সে দেশের সংবাদমাধ্যম জানিয়েছে, গত বুধবার দক্ষিণ-পশ্চিম বালুচিস্তানের কেচ জেলায় একটি সড়কে পাক সেনার চেকপোস্টে হামলা চালায় বালুচ বিদ্রোহীরা।

এই গুলির লড়াই এবং বিস্ফোরণে ১০ পাক সেনার মৃত্যু হয়। পাক সেনার দাবি, ওই ঘটনার পরে এলাকা জুড়ে অভিযান চালিয়ে ৩ জন বালুচ বিদ্রোহীকে আটক করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও বালুচ গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। প্রকাশিত একটি খবরে দাবি, নিহত সেনারা পাকিস্তানের ‘ফ্রন্টিয়ার কোর’ বাহিনীর সদস্য। তাঁরা ওই এলাকায় ‘চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর’ (সিপিইসি) এবং তেলের পাইপলাইনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

সাম্প্রতিককালে ১৩০০ কিলোমিটার দীর্ঘ সিপিইসি-র উপর বেশ কয়েকবার হামলা চালিয়েছে ‘বালুচিস্তান লিবারেশন আর্মি’ (বিএলএ), ‘বালুচ ন্যাশনালিস্ট আর্মি’ (বিএনএ)-র মতো স্বাধীনতাপন্থী বালুচ গোষ্ঠীগুলি। পশ্চিম চিনের শিনজিয়াং প্রদেশের কাশগড় থেকে শুরু হওয়া ওই রাস্তা কারাকোরাম পেরিয়ে ঢুকেছে পাকিস্তানে। শেষ হয়েছে বালুচিস্তান প্রদেশের দক্ষিণ-পশ্চিম প্রান্তে চিন নিয়ন্ত্রিত গ্বদর বন্দরে।