সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গাড়ির টায়ার কেন কালো রঙের হ’য়ে থা’কে? রয়েছে অ’দ্ভু’ত কারণ

পৃথিবীর বিভিন্ন গাড়ির দাম ভিন্ন ভিন্ন হলেও তাদের টাইয়ারের রং কেন কালো হয় কখনো ভেবে দেখেছেন? প্রায় সস্তা ও দামি বিভিন্ন গাড়ির মধ্যে পার্থক্য থাকলেও টায়ারের রংয়ের ক্ষেত্রে কোন পরিবর্তন থাকে না।

আপনি কি কখনো ভেবে দেখেছেন এরকমটা কেনো হয়? বর্তমানকালে টায়ারের রং কালো হলেও অতীতকালে কিন্তু সাদা বা ধূসর কালারের টায়ার ব্যবহার করা হতো । 1895 সালে যখন প্রথম টায়ার ব্যবহার করা হয় তখন তার রঙ সাদা ছিল।

সে সময় শুধুমাত্র প্রাকৃতিক রাবার দিয়ে টায়ার তৈরি করা হতো কোন প্রকার রাসায়নিক দ্রব্য মেশানো হতো না।কিন্তু বর্তমানকালে রাস্তায় গাড়ির চাপ ,রাস্তার দুর্ঘটনা এড়ানোর জন্য রাবারের সাথে কার্বন ব্ল্যাক মেশানো হয়ে থাকে।

আরো পড়ুন: দেশে আ’স’ছে কিউট ও স্টাইলিশ দুই দরজার ইলেক্ট্রিক গাড়ি, এক চা’র্জে দৌ’ড়া’বে ১৫০ কিমি

নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যায় কার্বন ব্ল্যাক টায়ার কে শক্তিশালী করে তোলে এবং মজবুত রাখে।প্রাকৃতিক টায়ার রাস্তায় ঘর্ষণে সময় তাড়াতাড়ি গরম হয়ে যেত ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যেত।

এ দুর্ঘটনা এড়ানোর জন্য বিজ্ঞানীরা কার্বন ব্ল্যাক এর ব্যবহার শুরু করে ।তবে শুধু তাই নয় সূর্যের অতিবেগুনি রশ্মি প্রাকৃতিক রাবারের স্থায়িত্ব কমিয়ে দেয় কিন্তু কার্বন ব্ল্যাক সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে যার ফলে এটি টেকসই হয়। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে টায়ারের রং কার্বন ব্ল্যাক মিশিয়ে কালো করা হয়ে থাকে।