সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই অসময়ে কেন বিশ্বকর্মা পুজোতে মা’ত’লে’ন ভগবানপুরের বাসিন্দারা?

বেশ কিছুদিন ধরে টানা বৃষ্টির কারণে কেলেঘাই নদীর বাঁধ ভেঙে জলমগ্ন হয়ে পড়েছিল পুর্ব মেদিনীপুরের গোটা ভগবানপুর এলাকার বিস্তীর্ণ অঞ্চল। জলমগ্ন হয়ে পড়া ভগবানপুরে সেই সময় রাস্তাঘাট ঘরবাড়িতেও জল ঢুকে পড়েছিল। পুরো বানভাসি অবস্থায় মধ্যে অথৈ জলে পড়ে গিয়েছিলেন ভগবানপুরের বিস্তীর্ণ অঞ্চলের মানুষজন। যার ফলে সেই সময় আর বিশ্বকর্মা পুজো করা সম্ভব হয়ে ওঠেনি। তাই বর্তমানে প্লাবন পরিস্থিতি উন্নতি হওয়ার পর তিথি দেখে নিয়ম নিষ্ঠা ভরে ভগবানপুরের সোনা ব্যবসায়ী কমিটির উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল বিশ্বকর্মা পুজো।

ধীরে ধীরে জল নেমেছে সব জায়গায়। যে সব দোকানপাট বন্ধ ছিল সেগুলিও খুলতে শুরু করেছেন ভগবানপুরের ব্যবসায়ীরা। অবস্থার উন্নতি হয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতে অনেকটা অনাড়ম্বর ভাবেই যন্ত্রের দেবতা বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছেন ভগবানবানপুরের বাসিন্দারা। বিশ্বকর্মার কাছে নিজেদের নদী ভাঙনের দুর্ভোগ দূর করার আর্জি জানালেন ভগবানপুরের মানুষজন, সেই সাথে এই প্রার্থনাও করলেন যাতে খুব তাড়াতাড়ি করোনার কঠিন সময় কেটে যায়।

অসময়ের এই বিশ্বকর্মা পুজো ঘিরে অবশ্য মানুষজনদের মধ্যে উৎসাহের কোনও অভাব ছিল না। শীতের রাতে হউ-হুল্লোড় করে যন্ত্রের দেবতার পুজো-পাটে মেতে উঠেছিলেন সকলে। নির্ধারিত সময়ে বিশ্বকর্মা পুজো না হওয়ার কারণে ছোটদের পাশাপাশি এলাকার বহু মানুষের মন খারাপ ছিল। তবে প্রতিকূল সময় কাটিয়ে শেষমেশ বিশ্বকর্মা পুজোর আনন্দে মেতে উঠতে পেরে ভগবানপুরের সকলেই খুশি হয়েছেন।