সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশে আ’স’ছে কিউট ও স্টাইলিশ দুই দরজার ইলেক্ট্রিক গাড়ি, এক চা’র্জে দৌ’ড়া’বে ১৫০ কিমি

পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া হতেই বিজ্ঞানীদের চেষ্টায় বাজারেএলো এবার বৈদ্যুতিক গাড়ি। mg motor খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছে টু ডোর ইলেকট্রিক গাড়ি।জানা যাচ্ছে খুব শীগ্রই ভারতে আসতে চলেছে এই গাড়ি।

আনুমানিক দাম হতে পারে 10 লাখ এরও কম।সস্তা দামে এরকম ইলেকট্রিক গাড়ি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার।গাড়িটি জিএসএলভি প্ল্যাটফর্মের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এতে থাকছে ইভিএস ,ইবিডি তার সঙ্গে রিয়ার পারকিং সেনসর।

এছাড়াও এই গাড়ি ফিচার সম্পর্কে জানা যায় ,এতে থাকছে অত্যাধুনিক অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম , ভয়েস কমান্ড। এই গাড়িটি ব্যাটারি জিএসএলভি ব্যাটারি অনুসারে তৈরি।

আরো পড়ুন: বলি অভিনেত্রীদের মেকআপ ছা’ড়া লু’ক দেখলে আর ফি’রে তা’কা’তে চাইবেন না!

এতে থাকছে ইন্টার্নেট অফ ভেহিকেলের ব্যবস্থা।একাধিক স্মার্ট ফোন এতে কানেক্ট করা যাবে।সেফটির জন্য দেয়া হচ্ছে এতে ডুয়াল এয়ার ব্যাগ। থাকছে প্রচন্ড শক্তিশালী টোয়েন্টি কেটগোরিজ ব্যাটারি , 54বি এইচ পি মোটর।

যদিও এই গাড়ি সম্পর্কে কোম্পানি তরফ থেকে এখনো কোনো অফিশিয়াল নোটিফিকেশন আসেনি।ছোট্ট মাপের এই ইলেকট্রিক গাড়িটি ব্যবহারের জন্য বেশ ভালো।জানা যায় , চীনে এই সেই সমস্ত গাড়ির জনপ্রিয়তা বেশ ভালো।