সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই সব মানুষেরা কখনো সু’খী থাকেন না! মনের শা’ন্তি নিয়ে গীতায় কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ?

শ্রীমদ্ভাগবত গীতায় কৃষ্ণ অর্জুনকে বেশ কিছু উপদেশ দিয়েছেন। মহাভারতের যুদ্ধে যখন একের পর এক আত্মীয়কে হারিয়েছিলেন অর্জুন তখন তিনি বিচলিত হয়ে পড়েছিলেন তার মনে শক্তি যোগানোর জন্য কৃষ্ণ তাকে কিছু বার্তা দেন। জীবন সংসারের আসল সারমর্ম কি তা অর্জুনকে বুঝিয়ে দেন কৃষ্ণ। গীতায় রয়েছে ১৮ টি শ্লোক।

কৃষ্ণ অর্জুনকে বলেন যে ব্যক্তি যোগ মুক্ত হয় তার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার কোন ক্ষমতা থাকে না সেই ব্যক্তির মনে থাকে না কোন কল্পনা কিংবা ভাব। আবেগ অনুভূতি ভাবনা কোনটাই থাকে না তাদের তাই তারা জীবনে কোনদিন শান্তি লাভ করতে পারে না এবং সুখী থাকতে পারে না।

অন্য কাউকে এই ব্যক্তিরা সুখী হতে দেয় না। গীতার দ্বিতীয় শ্লোকে কৃষ্ণ বলেন মন থেকে অহংকার বের না করলে কখনো সাফল্য লাভ করা সম্ভব নয়। কেবলমাত্র সমত্ব যোগের মাধ্যমে নিষ্কাম কর্ম করা যেতে পারে।

আরো খবর: বি’য়ে’র জন্য দিল্লিতে সিদ্ধার্থ, কিয়ারার সঙ্গে কোথায় কখন বি’য়ে হবে জেনে নিন

প্রতিটি ব্যক্তিকে যোগ যুক্ত হয়ে কর্ম করবার কথা বলেছিলেন কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেন মানুষ সমস্ত ইচ্ছা কামনা এবং সমতা ত্যাগ করে যদি অহংকার মুক্ত হয়ে কোন কর্তব্য পালন করে তবে সেক্ষেত্রে সে অসীম সুখ লাভ করতে পারে।

গীতার শ্লোকে অর্জুনকে তিনি বলেন যে ব্যক্তি তাকে যেভাবে স্মরণ করবে সেই ব্যক্তিকে তিনি সেই অনুযায়ী ফল প্রদান করবেন। নিষ্কাম কর্মের কথা বারবার বলেছিলেন শ্রীকৃষ্ণ তিনি বলেন কর্ম করা ব্যক্তির অধিকার বরং ফলের চিন্তা না করাই প্রয়োজন। তবে পরিনাম সম্পর্কে চিন্তা করা যেতে পারে। অর্থাৎ ভালো এবং খারাপ কর্মের মধ্যে পার্থক্য বুঝতে হবে।