সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন গ্যা’স কানেকশনের জন্য এবার বাড়ি থেকেই বিনামূল্যে করুন আবেদন, জানুন প’দ্ধ’তি

নতুন গ্যাস সিলেন্ডার নিতে চান? তাহলে আপনি জেনে খুব খুশি হবেন যে, বর্তমানে গ্যাস সিলিন্ডার আপনি নিতে চাইলে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগে নতুন সিলিন্ডারের কানেকশন করতে হলে আপনাকে খরচ করতে হতো হাজার হাজার টাকা কিন্তু বর্তমানে এই কানেকশন করা হবে একদম ফ্রিতে। সরকার এমন কিছু যোজনা আনছে যার ফলে এই ফ্রিতে কানেকশন পাওয়ার সুযোগটা আপনি উপলব্ধি করতে পারবেন।

কেন্দ্রীয় সরকারের তৈরি এই যোজনার নাম “উজ্জ্বলা যোজনা”, আপনার যদি ইচ্ছা হয় বাড়িতে বসেই সম্পূর্ণ বিনামূল্যে নতুন একটি গ্যাস সিলিন্ডারের কানেকশন করতে তাহলে আর দেরি না করে অনলাইনের মাধ্যমে আপনি এই অনুরোধ করতে পারেন। অনুরোধ তারাও করতে পারবেন যাদের কোনো স্থায়ী ঠিকানা বর্তমানে নেই।

শহরের যেকোনো জায়গায় যে কোনো মানুষই এই সুবিধাটা পেতে পারেন। যে পরিবার চাকরিসূত্রে দেশের আনাচে-কানাচে থাকেন তাদের জন্য এটি একটি বিশেষ সুযোগ। এই যোজনায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১ কোটি বিনামূল্যে গ্যাস কানেকশনের কথা ঘোষণা করেন। ২০১৬ সালে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বিনামূল্যে গ্যাস কানেকশন দেওয়ার জন্যই যোজনাটি তৈরি করেছিলেন।যারা এই গ্যাস কানেকশনের জন্য বিনামূল্যে আবেদন করবেন তাদের বয়স ১৮ বছরের উপরে হতে হবে এবং নিজস্ব ব্যাংক একাউন্ট এবং বিপিএল কার্ড থাকতে হবে। এইবার আসুন জেনে নিই কিভাবে অনলাইনের মাধ্যমে আপনি এই যোজনার ফল লাভ করতে পারবেন।

এই যোজনার ফল লাভ করতে গেলে আপনাকে এই যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে গিয়ে ফর্ম নম্বর অপশনটিতে ক্লিক করে সেখানে পিএম উজ্জ্বলা যোজনা ফর্মটি সিলেক্ট করতে হবে। সেখানে আপনি আপনার ফোন নাম্বার, আইডির নাম, ক্যাপচা কোড লিখতে হবে। এরপর একটি ওটিপি জেনারেট করতে হবে। অনলাইন থেকে ফর্মটি ডাউনলোড করে নিয়ে জমা দিতে হবে কাছের এলপিজি এজেন্সিতে, সাথে বিপিএল রেশন কার্ড এবং ছবি। আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলে পৌঁছে যাবে আপনার কাছে বিনামূল্যে এলপিজি কানেকশন।