সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ট্রেনে মিডল বার্থ নিয়ে কিছু কথা অবশ্যই জানা উচিত, না জানলেই সমস্যা

দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে আমাদের প্রধান ভরসা ভারতীয় রেল। এমনকি মেট্রো সিটি গুলির যোগাযোগ ব্যবস্থার প্রধান মাধ্যম লোকাল ট্রেন। তাই ভারতীয় রেলকে বলা হয় ভারতবাসীদের লাইফ লাইন।

যাত্রীদের মধ্যে সব থেকে জনপ্রিয় হল আপার অথবা লোয়ার বার্থ। স্লিপার ক্লাস ও 3AC তে আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস, সাইড আপার ও সাইড লোয়ার ক্লাস থাকে। কিন্তু অধিকাংশ যাত্রী মিডিল বার্থ পছন্দ করেন না।

মিডিল বার্থ নিয়ে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, যেগুলি আপনাকে মেনে চলতে হবে। রাত ১০ টা থেকে সকাল ৬ টা মিডিল বার্থের যাত্রীরা নিজের সিট লাগিয়ে শুয়ে পড়তে পারবেন না। কারণ মিডল বার্থের যাত্রী শুয়ে পড়লে লোয়ার বার্থে থাকা যাত্রীর বসে থাকতে অসুবিধা হবে।

ফলে,সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত লোয়ার বার্থে বসে থাকতে হবে মিডল বার্থের যাত্রীকে। অন্যদিকে, লোয়ার বার্থে থাকা যাত্রীও ওই সময় শুয়ে থাকতে পারবেনা।তাকেও বসে বসে যাত্রা করতে হবে ওই নির্ধারিত সময়ে।