সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এ বছরে’র থি’ম মি’শ’রে’র পি’রা’মি’ড, দ’র্শ’না’র্থী’দে’র ম’ন জ’য় ক’র’বে আ’শা’বা’দী সুকান্ত স্মৃতি সংঘ

এ বছরের থিম মিশরের পিরামিড, দর্শনার্থীদের মন জয় করবে আশাবাদী সুকান্ত স্মৃতি সংঘ

মালদা,২১ সেপ্টেম্বরঃ সম্প্রীতির পুজো সুকান্ত স্মৃতি সংঘের। হিন্দু, মুসলিম, খৃষ্টান উভয় সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন দুর্গাপূজার অনুষ্ঠানে। এবছর এই ক্লাবের পুজো ৪৪ বছরে পা দিয়েছে। ক্লাবের থিম মিশরের পিরামিড। বিভিন্ন মডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে পূজা মন্ডপের কাজ।

ইংরেজবাজার পৌরসভার ২২ নং ওয়ার্ডের মহানন্দা পল্লী এলাকায় সুকান্ত স্মৃতি সংঘে চলছে মন্ডপ তৈরীর কাজ। মন্ডপের বাইরে যেমন সাজিয়ে তোলা হচ্ছে, তেমনি মমিসহ বিভিন্ন মডেল টা হচ্ছে মন্ডপের ভেতরে। কালিয়াগঞ্জ এর বাসিন্দা জয় মিশ্র মণ্ডপ তৈরির কাজ করছেন।

ক্লাস সভাপতি তথা স্থানীয় কাউন্সিলর দুলাল সরকার বলেন, সম্প্রীতির পূজা তাদের। মহানন্দা পল্লী এলাকায় একটি মাত্র দূর্গা পূজার আয়োজন করা হয়। এলাকায় রয়েছে হিন্দু, মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। উভয় সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজায় অংশগ্রহণ করেন। এবছর ৪৪ তম বছরে পা দিয়েছে সুকান্ত স্মৃতি সংঘের পুজা। তিনি আশাবাদী দর্শনার্থীদের মন জয় করবে এ বছরের থিম মিশরের পিরামিড।