সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতের মাটিতে কোনোদিন চ’ল’বে না বুলেট ট্রেন, দা’বি তৃণমূলের দুই সাংসদ নুসরত ও সুদীপের

ইউরো রেল সহজেই চালানো যাবে ভারতের মাটিতে, কিন্তু বুলেট ট্রেন চালানো সম্ভব নয় ভারতের মাটিতে। এমনই দাবি করা হল বুধবার লোকসভায় দাঁড়িয়ে। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বুলেট ট্রেন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করে বসলেন। যেটার সমর্থন করেছেন তৃণমূল সাংসদ নুসরত জাহানও।

তারা দুজনে মিলেই দাবি করেছেন, ভারতের মাটি বুলেট ট্রেন চালানোর জন্য উপযুক্ত নয়।এত দ্রুত ট্রেন ভারতের মাটিতে কখনই চালানো সম্ভব নয়।কিন্তু এই দাবিকে একেবারে খারিজ করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পাল্টা আক্রমণ করে তৃণমূলকে।গতকাল বুধবার লোকসভায় দাড়িয়ে তৃণমূল সাংসদ এই দাবি করে বসেন, ভারতের মাটি বুলেট ট্রেনের জন্য নয় একেবারেই।

তিনি ৩ বছর রেলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন, তাই তার অভিজ্ঞতা রয়েছে এই বিষয়ে। তাই আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি ভারতের মাটি একেবারেই উপযুক্ত নয় বুলেট ট্রেনের জন্য। তবে হ্যাঁ ইউরো রেলের মতো ফাস্ট স্পিড ট্রেন চালানো সম্ভব।

আরো পড়ুন: তিনটি গোখরো নিয়ে খে’লা দেখাচ্ছিল যুবক, কিন্তু নি’মি’ষে ঘ’টে গেল ভ’য়া’ন’ক কা’ন্ড, দেখুন ভিডিও

তিনি আরো বলেন, আমি ৩ ঘন্টায় প্যারিস থেকে লন্ডনে এসেছি এই ইউরো ট্রেনে চেপে। হিসাব করলে দেখা যাবে ঘন্টায় ৩৩৩ কিমি পথ অতিক্রম করেই ইউরো ট্রেন।

তবে হ্যাঁ, এটা মানতেই হবে এই ট্রেন জাপানের বুলেট ট্রেনের মতো নয়। এদিকে আবার গত মঙ্গলবার তৃণমূল সাংসদ নুসরাত জাহান দাবি করেন, নতুন বুলেট ট্রেনের করিডরের কথা বলা হচ্ছে।

আদও কি সেটা সম্ভব? কারণ জাপানের মাটির মতো ভারতের মাটি নয়। এখানে বুলেট ট্রেন চালানো সম্ভব নয়। কিন্তু এই কথার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কিন্তু ছেড়ে কথা বলেনি। তিনি এই তৃণমূল সাংসদের কথা টেনেই বলেছেন, তারা বলছে ভারতের মাটিতে বুলেট ট্রেন চালানো সম্ভব নয়।সত্যি এটা লজ্জার বিষয়।

যারা কিনা সর্বদা মা মাটির স্লোগান দিয়ে থাকে। তাদের মুখে এই সুর। তাদের নিজেদের মাতৃভূমির মাটির ওপরেই ভরসা নেই।সত্যি লজ্জার ব্যাপার।এরা কেমন মানুষ? আমাদের নিজেদের দেশের মাটি, তার ক্ষমতার ওপরে বিশ্বাস রাখা দরকার। আমাদের দেশের ইঞ্জিনিয়ার দের ওপরেও ভরসা রাখা উচিৎ। কতদিন আমরা বিদেশের ওপর ভরসা করব?