সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তিনটি গোখরো নিয়ে খে’লা দেখাচ্ছিল যুবক, কিন্তু নি’মি’ষে ঘ’টে গেল ভ’য়া’ন’ক কা’ন্ড, দেখুন ভিডিও

সাপ মানেই এক কথায় বাপরে বাপ! তাই সাপের সঙ্গে ছেলেখেলা নৈব নৈব চ। সাপকে নিয়ে খেলা দেখাতে হলে অবশ্যই প্রশিক্ষণের প্রয়োজন হয়। কিন্তু এসব উপদেশ অনেকেই অগ্রাহ্য করেন।

নিজেকে সর্বেরসর্বা প্রমাণ করতে গিয়ে বিপদের মুখে পড়েন অনেকেই। আর এর জেরে মৃত্যুও হয়। বর্তমানে কর্ণাটক রাজ্যে এরকম একজনের সাহসিকতার নিদর্শন পাওয়া গেল।

কর্ণাটক রাজ্যের বাসিন্দা মাজ সৈয়দ বরাবরই সাপেদের সাথে খেলা দেখাতে ওস্তাদ। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে শিউরে উঠেছেন অনেকেই। ভিডিওটিই প্রমাণ করেছে কারোরই প্রতিবার ভাগ্য সহায় হয়না।

কারণ ভিডিওতে দেখা যাচ্ছে কোনো বাগান কিংবা ক্ষেতে দুটি বড় আকারের গোখরো এবং একটি তুলনামূলক ভাবে ছোট আকারের গোখরো সাপ ফণা তুলেছে এবং তাদের মাঝখানে হাঁটু গেড়ে বসে আছে ওই ব্যক্তিটি, এমনকি সে এদের লেজ ধরে সামনের দিকে টানছিল।

আরো পড়ুন: বিশ্বের দীর্ঘতম না’ম এই মার্কিন মহিলার, আ’ছে ১০০০ অক্ষর, বার্থ সার্টিফিকেট ২ ফুট ল’ম্বা

আর এরপরেই ঘটে সেই চরম দুর্ঘটনা! হঠাৎই একটি গোখরো ছেলেটির দিকে তেড়ে যায়। এরকম আক্রমণের জন্য প্রস্তুত ছিল না সৈয়দ। তাই সে কিছুটা নার্ভাস হয়ে পড়ে। সবটা সামলাতে গিয়ে লেজ ধরে সাপটিকে সরানোর চেষ্টা করলেও ততক্ষণে সেই দুর্ঘটনা ঘটে গেছে।

তারপর তড়িঘড়ি করে ছেলেটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে এখন তার অবস্থা স্থিতিশীল।

আইএফএস আধিকারিক সুশান্ত নন্দা এহেন ভিডিওটি ট্যুইটারে শেয়ার করে লেখেন, “সাপেরা সব সময় নড়াচড়া ফলো করে। একটু এদিক থেকে ওদিক হলেই বিপদ অবশ্যম্ভাবী। তাই এভাবে জীবনের ঝুঁকি নিয়ে কেউ সাপের সাথে কেরামতি দেখায়!”