সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এতো ছোট সাইজের বন্দুক যে হাতের তা’লু’তে অনায়াসে লু’কি’য়ে রাখতে পারবেন, দাম মাত্র ৫ লক্ষ টা’কা

রিভলবার অথবা বন্দুক, সুরক্ষার খাতিরে অনেকেই নিজেদের সঙ্গে রাখেন। যদিও অনেকেই আবার স্রেফ সখের খাতিরেও বন্দুক কিনে থাকেন। যদি সত্যি সত্যিই আপনিও শখের খাতিরে বন্দুক জমানোর অভ্যেস পোষণ করে থাকেন তাহলে এই পৃথিবীর সবথেকে ছোট বন্দুক সম্পর্কে আপনার জানা প্রয়োজন।

পৃথিবীর সবথেকে ছোট রিভলবার সুইস মিনি গান। এই রিভলবার এতটাই ছোট যে এটিকে হাতের তালুতে মুঠোবন্দী করে ফেলা যায়। আকার আকৃতিতে এটি এতটাই ছোট যে এটিকে না দেখলে অনেকে বিশ্বাসই করতে পারবেন না যে এত ছোট রিভলভারও পৃথিবীতে হয়। ৫.৫ সেন্টিমিটারের এই বন্দুকের উচ্চতা মাত্র ৩.৫ সেন্টিমিটার এবং এটি প্রায় ১ সেন্টিমিটার চওড়া।

Swiss mini gun

এর ওজন মাত্র ১৯.৮ গ্রাম। শার্টের পকেটে কিংবা হাতের মুঠোর মধ্যে নিমেষে লুকিয়ে ফেলতে পারবেন এই ছোট্ট বন্দুক। একেবারে বড় বন্দুকের মত সমস্ত ফিচারসই রয়েছে ছোট্ট বন্দুকের। সুইস ওয়াচ মেকিং এবং জুয়েলারি ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে এমন বন্দুক বানানো হয়েছে।আমেরিকা এবং ব্রিটেনে এই বন্দুক আমদানি করা নিষিদ্ধ।

রিভলভার C1ST স্টেনলেস স্টিল মডেল এবং স্টাইলিশ লেদার হোল্ডার, সঙ্গে ২৪ লাইভ এবং ২৪ ব্ল্যাক কার্টিজও পাওয়া যাবে। কোমরের বেল্টের সঙ্গে বন্দুকটিকে আটকানো যায়। চাইলে সোনার বন্দুকও বানিয়ে নিতে পারেন। পৃথিবীর ক্ষুদ্রতম এই বন্দুক কিনতে গেলে খরচ হবে ৫ লক্ষ টাকা। একেবারে শরীরের সবচেয়ে নরম অংশের কাছে গিয়ে বন্দুক চালালে ঘায়েল করা যেতে পারে শত্রুকে। তবে বন্দুকের আঘাতে অবশ্য মৃত্যুর সম্ভাবনা প্রায় নেই বলেই জানা যাচ্ছে।