সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চার ব’ছ’র যে’তে না যে’তে’ই ভে’ঙে প’ড়’লো অঙ্গন’ওয়াড়ী কে’ন্দ্র

চার বছর যেতে না যেতেই ভেঙে পড়লো অঙ্গনওয়াড়ী কেন্দ্র

মালদা,৩০ আগস্ট : মাত্র কয়েক বছরের মধ্যে নির্মিত নতুন ভবনের বেহাল দশা। খোলা আকাশের নিচে পঠন-পাঠন ও রান্নাবাড়ি করা হচ্ছে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।

বামনগোলা ব্লকে জগদ্দল গ্রাম পঞ্চায়েতে কাশিমপুর অঙ্গনওয়াড়ী কেন্দ্রে,২০১৭-১৮ সালে তৈরি করা হয় শিশু আলয়ের ঘর।
অভিযোগ চার বছর হতে না হতে ভেঙ্গে পরছে পাকা ঘর।এম জি এন আর জি এস ও বি সি ডাব্লু দুই তহবিল থেকে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয় একটি ঘর।

অভিযোগ এত টাকা দিয়ে তৈরি করা ঘর চার বছর যেতে না যেতেই ভেঙে পড়ছে। ওই শিশু আলয়ে দায়িত্বে থাকা এক দিদিমণি কুন্তী বর্মন জানান, খোলা আকাশের নিচে রান্না করতে হচ্ছে এবং ঘরের মধ্যে বাচ্চাদের ক্লাস করানো যাছেনা।

যদি কোন কারণে ঘরের চাঙর ভেঙ্গে পরতে পারে। কোন বাচ্চার যদি ক্ষতি হয় তার দায় কে নেবে।
এবিষয়ে বামনগোলা বিডিও রাজু কুন্ডু জানান এই রকম কোন খবর তার কাছে পৌঁছায়নি। যদি এমন কোন ঘটনা ঘটে থাকে তাহলে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।