সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন পোকার আ’ত’ঙ্কে জেরবার উত্তরবঙ্গবাসী, পোকার কা’ম’ড়ে অ’সু’স্থ হয়ে পড়েছেন অনেকেই

প্রতিদিনই বিষাক্ত প্রকার আনাগোণা শুরু হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। যার জেরে বিশ্ববিদ্যালয় চত্বরে আতঙ্ক ছড়িয়েছে । অনেকেই পোকার হানায় অসুস্থ হয়ে পড়ছেন। অনেকে হস্টেল ছেড়ে চলেও গিয়েছেন।

বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা পোকার আক্রমণে রীতিমতো আতঙ্কে। মশারি টাঙিয়েও লাভ হচ্ছে না। পোকা মশারির ফুটো দিয়েও ঢুকে পড়ছে বিছানায়, এতটাই ছোট। যা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে হস্টেলের ছাত্রছাত্রীদের মধ্যে।

‘রোভ বিটেল’ নামে এই পোকা অ্যাসিড পোকা নামে পরিচিত। পোকাটিকে কিং অফ পেন বা ব্যথার রাজা বলা হয়। ৭ থেকে ১০ মিলিমিটার লম্বা কালো-কমলা রঙের পোকাটি কামড়াতে এবং হুল ফোটাতে পারে। সেটির শরীরে পিডেরিন নামে এক প্রকার বিষাক্ত পদার্থ থাকে। যা মানুষের ত্বক ও কোষের ক্ষতি করে।

আরো পড়ুন: ভে’ঙে পড়লো বিদ্যাসাগরের তৈ’রি হেরিটেজ স্কুলের ভবন

পোকা কামড়ালে যে ক্ষত সৃষ্টি হয়, সেখান থেকে শরীরের অন্য অংশে সেই অ্যাসিড লাগলে সেখানে ওই ধরনের ফোসকা বা ক্ষত তৈরি হতে পারে।

পাশাপাশি এই পোকা কামড়ালে জ্বালা-পোড়া, ব্যথা, বমি ভাব, মাথা ব্যথা এমনকী জ্বর হতে পারে, পোকাটি এতটাই ক্ষতি করে, সেটির সংস্পর্শে যদি কারও চোখে ক্ষতি হয় সেই ব্যক্তির দৃষ্টিশক্তি হারাতে পারেন।

মূলত বর্ষাকালেই এই পোকাটি বেশি দেখা যায়। জলা জমি, জলা এলাকা, ডোবা, ধানক্ষেত এ সমস্ত এলাকায় বেশি দেখা যায়। পোকাটি ঘরের আলোয় আকৃষ্ট হয়ে ঘরের দিকে ছুটে আসে।