সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভে’ঙে পড়লো বিদ্যাসাগরের তৈ’রি হেরিটেজ স্কুলের ভবন

ছবি ও তথ্য: এই সময়

“বাপরে বাপ খাঁই কত! দুটো গেট আর একটা কমিউনিটি হলে ৩২ কোটি! আমি যেন কাজ করাইনা” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত মে মাসে পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে কড়া ভাষায় PWD- দপ্তরকে আক্রমণ করে এমনই মন্তব্য করেছিলেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঘাটালে বর্ণপরিচয় গেট, বীরসিংহ গেট এবং একটি কমিউনিটি হলের জন্য সর্বোচ্চ ৬ কোটি টাকা বরাদ্দ করার নির্দেশ দিয়েছিলেন।

একইসঙ্গে, পূর্ত দফতরের হাত থেকে কাজকর্ম সরিয়ে নেওয়ার নির্দেশও দিয়েছিলেন। তাঁর পর্যবেক্ষণ ছিল, কিচ্ছু কাজ করে না। ‌শুধু টাকার খাঁই। ওদেরকে দিয়ে সব কাজ করানোর দরকার নেই।

আরো পড়ুন: পুরুলিয়ায় জঙ্গলে জো’ড়া চিতাবাঘের ছবি ধ’রা পড়লো, স’ত’র্ক বনদপ্তর

এবার সেই পিডব্লিউডি’র কাজ চলাকালীনই বিদ্যাসাগরের বীরসিংহ গ্রামে তাঁর নিজের হাতে তৈরি ভগবতী বিদ্যালয়ের পুরানো ভবন-টি ভেঙে পড়ল। এই ভবন-টিই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯ সালে ‘হেরিটেজ’ ঘোষণা করেছিলেন।

পূর্ত দপ্তর এই ভবনটিই সংস্কারের কাজ করছিল। সোমবার সন্ধ্যার মুখে কাজ চলাকালীন ভেঙে পড়ে ভবনের বৃহৎ একটি অংশ। জানা গেছে, সোমবার সাড়ে পাঁচটা নাগাদ ভেঙে পড়ে বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের পুরানো মাটির ছাত্রাবাস।