সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মানুষের শরীরের কোথায় কোথায় তিল থা’কা বে’শি ভালো? জেনে নিন তিলকথা

আমাদের দেশে এখনও জ্যোতিষশাস্ত্রটাকে যথেষ্ট গুরুত্বপূর্ন বলে মনে করা হয়। এমন বহু মানুষ আছেন যারা জীবনের প্রতিটি পদে পদে জ্যোতিষশাস্ত্রকে মেনে চলেন। এই যেমন আমাদের মানব শরীরে কোথায় কটা তিল রয়েছে কোন জায়গায় রয়েছে সবটারই একটি বিশেষ প্রভাব রয়েছে বল মনে করা হয় এই শাস্ত্রে। আসুন জেনে নেওয়া যাক শরীরের কোথায় কেমন তিল থাকলে তার কি ভূমিকা রয়েছে।

১. কপালে তিল : কোনও মানুষের কপালে তিল থাকা মানেই সেটা খুব ভাল‌ লক্ষণ‌। তাই এমন মানুষ যাদের কপালে তিল রয়েছে, তারা জীবন সব কাজেই সফলতা অর্জন করতে পারে। তাই কপালে তিল থাকা সত্যিই খুব ভাল।

২. চিবুকের উপর তিল : জ্যোতিষশাস্ত্রে লেখা রয়েছে যাদের চিবুকের উপর তিল রয়েছে তারা খুব ভাগ্যবান। চিবুকের উপর তিল থাকা খুব ভাল‌ লক্ষণ। যাদের চিবুকের উপর তিল রয়েছে তাদের কখনও কোনও জিনিসের অভাব হয় না।

৩. ভ্রুতে তিল : জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কারুর যদি ভ্রুর মাঝখানে তিল থাকে, তাহলে তাকে খুব সৌভাগ্যবান বলে মনে করা হয়। তাই যাদের ভুরুর মাঝখানে তিল থাকে তাদের কখনও টাকা-পয়সার অভাব হয় না। এই ধরনের মানুষের জীবনে আর্থিক সংকটের সম্ভবনা খুব কমই রয়েছে।

আরো খবর: লঙ্কা কেন ঝাল হয়? বেশিরভাগ মানুষই জানেন না কারণ

৪. কাঁধে তিল : কাধে তিল থাকলে সেই ব্যক্তি বিলাসবহুল জীবনযাপন করতে পারে। এই ধরনের লোকেরা বিলাসবহুল জীবনযাপন করতেই বেশি ভালবাসে। কিন্তু তারা সমাজের জন্য অনেক ভাল কাজ করে।

৫. ঘাড়ে তিল : যাদের ঘাড়ে তিল রয়েছে তারা অন্যদের থেকে অনেক বেশি ধৈর্য্যশীল। যে কোনও কাজ করতেই ধৈর্য্যের প্রয়োজন হয়। তাই যাদের ঘাড়ে তিল রয়েছে তারা সব ধরনের কাজ ধৈর্য্য সহকারে করতে পারি। এই ব্যক্তিরা তাদের পরিবারের সদস্যদের জন্যও খুব ভাগ্যবান মনে করা হয়।

৬. কোমরে তিল : কোমরে যাদের তিল থাকে তারা কখনও অসফল হন না। এমনকি কখনও অর্থের অভাবও হয় না। তাই জন্য তারা যে ক্ষেত্রেই কাজ করতে যাক না কেন। তারা সফলই হন।

৭. ডান পায়ে তিল : যাদের ডান পায়ে তিল থাকে তার খুব বুদ্ধিমান হন। অনেক জটিল কাজ তারা খুব সহজেই করে ফেলতে পারেন। বুদ্ধিমান হওয়ায় তারা শিক্ষাক্ষেত্রেও অনেক সাফল্য অর্জন করতে পারে। যার ফলে সমাজে তাদের পরিচিত বাড়ে।