সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, হবে ঝো’ড়ো হাওয়া! রইলো আপডেট

প্রায় গোটা একটা রাজ্য চাতক পাখির মতো অপেক্ষা করে রয়েছে বৃষ্টির জন্য। কবে এই গরম থেকে মুক্তি পাবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে সাধারণ মানুষ। এবার এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর নিয়ে এলো খুশির খবর। এই সপ্তাহে শেষেই শুরু হতে চলেছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী খবর পাওয়া গেছে রবিবার এবং সোমবার এই দুইদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হতে পারে বৃষ্টিপাত।

শুধু বৃষ্টিপাত নয় কলকাতায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বলতে পারে ঝড়ো হাওয়া। বোঝাই যাচ্ছে সপ্তাহের শেষে অবশেষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে কলকাতাবাসি। এই বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, ২৩ তারিখ থেকে ২৫ তারিখের মধ্যে কলকাতায় হতে পারে বৃষ্টিপাত।

শনিবার ঈদের দিন দক্ষিণ বঙ্গের আট জেলায় হবে বৃষ্টি। ২১ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাতের ফলে কিছুটা হলেও তাপমাত্রা কমবে বলে মনে করছেন সকলে।

আরো খবর: ঠাসা ফিচার যুক্ত 5G স্মার্টফোন লঞ্চ করলো Xiaomi, কি কি আছে ফোনে?

বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রী বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৯% এবং সর্বনিম্ন ২৫ শতাংশ।

শনিবার কলকাতায় তাপপ্রবাহের তেমন কোনো সতর্কতা আর নেই। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে কিন্তু তারপর থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ সতর্কতা রয়েছে। বোঝাই যাচ্ছে পুরো পশ্চিমবঙ্গে শনিবার থেকে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে সাধারণ মানুষ।