সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঠাসা ফিচার যুক্ত 5G স্মার্টফোন লঞ্চ করলো Xiaomi, কি কি আছে ফোনে?

ফিচার প্যাকড ফোন নিয়ে এসেছে শাওমি, যেটা কিনা একেবারে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। ৫ জি ফোনের মধ্যে রয়েছে বিভিন্ন ফিচার। একেবারে লেদার ফিনিশে মোড়া, ফ্ল্যাগশিপ মডেল শাওমি 13 আল্ট্রা লঞ্চ করল সংস্থা। ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলর চারটি ক্যামেরা। যেটা একেবারে তাকে লাগিয়ে দিয়েছে সবাইকে।

এই নতুন ফোনের বিভিন্ন ফিচার নিয়ে দারুণ ভাবে উত্তেজিত তারা। কারণ এই ধরনের ফোন বাজারে শাওমি প্রথম নিয়ে এসেছে। 5G ফোনে থাকছে স্ন্যাপড্র্যাগন 8 জেন 2 প্রসেসর যা 2K 12 বিট ডিসপ্লে সাপোর্ট করে সঙ্গে 2600 নিটস সর্বোচ্চ ব্রাইটনেস।

যেটা মোবাইলের ইউএসপি বলেই মনে করছে অনেকে। ২ টি ভেরিয়েন্ট রয়েছে ফোনের, এই প্রিমিয়াম ফোন তার ভারতীয় মুদ্রায় দাম রাখা হয়েছে ৭০ হাজার থেকে ৭৮ হাজার টাকার মধ্যে। অবশ্য ফিচার হিসেবে দামের পরিবর্তন ঘটেছে।

আরো খবর: লবণ ছিটিয়ে তরমুজ খাচ্ছেন? কতটা ক্ষ’তি হ’চ্ছে আপনার?

১২ জিবি ও ২৫৬ জিবি হিসেবে দাম ৭১ হাজার টাকার ওপরে ও ১৬ জিবি ও ৫১২ জিবী হিসেবে দাম ৭৭ হাজার টাকার ওপরে। এই ফোনের মধ্যে রয়েছে 5,000mAh ব্যাটারি তার সাথে থাকছে 90 ওয়াট ফাস্ট চার্জিং এবং 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং।

এবার যদি ফোনের কারসাজির কথা বলা যায় তাহলে দেখা যাবে 50 মেগাপিক্সেল Sony IMX989 মূল সেন্সর, একটি 50 মেগাপিক্সেল Sony IMX858 আল্ট্রাওয়াইড ক্যামেরা।

এখানেই শেষ নয় কারণ রয়েছে আরও চমক, মোবাইলের মধ্যে রয়েছে OIS সহ 50 মেগাপিক্সেল সুপার টেলিফটো সেন্সর ও 50 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর। যার সাহায্যে 3x অপটিকাল জুম করা যাবে খুব সহজেই।