সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজব শহর! এখানে ঘুরতে গেলেই পর্যটকদের হা’তে তু’লে দেওয়া হয় বন্দুক, কিন্ত কেন?

ইতালির ভেনিসে পর্যটকদের দেওয়া হয় জল-বন্দুক।তবে, পর্যটকদের হাতে জল-বন্দুক তুলে দেওয়ার এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি।

ভেনিসের হোটেলমালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রীতিমতো বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে। যে জল-বন্দুক দেওয়া হচ্ছে তাতে কমলা রঙের জল ব্যবহার করা হচ্ছে।

জানা গিয়েছে, গাঙচিলরাও নাকি ইতিমধ্যে বুঝতে পেরেছে তাদের ঠেকানোর জন্য এই জল-বন্দুক ব্যবহার করা হচ্ছে।

আরো পড়ুন: ইলেক্ট্রিক স্কুটি চা’র্জ দিতে গিয়ে বি’স্ফো’র’ণ, মৃ’ত্যু মেয়ে ও বাবার

এক হোটেল কর্তৃপক্ষ বলেন, গাঙচিল যখনই দেখছে পর্যটকদের হাতে বন্দুক রয়েছে, তখনই দিক পরিবর্তন করছে তারা।
তিনি বলেন, এই বন্দুক ব্যবহারেরও প্রয়োজন নেই। শুধু বন্দুকটি হাতের কাছে রাখলেই কাজ হচ্ছে। গাঙচিল আর কাছে ঘেঁষছে না।