সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইলেক্ট্রিক স্কুটি চা’র্জ দিতে গিয়ে বি’স্ফো’র’ণ, মৃ’ত্যু মেয়ে ও বাবার

সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন ঘটে চলেছে, যার কারণে দেখা যাচ্ছে মানুষ নতুন জিনিসের প্রতি বেশী আগ্রহ দেখাচ্ছে। বিশেষ করে জ্বালানির দাম যা বৃদ্ধি পেয়েছে, তাতে আর হয়ত বাইক, গাড়ি চালানোই মুশকিল। তাছাড়া পরিবেশ দূষণের কথা যদি বলা যায় তাহলে সেটাও মাথায় রাখা জরুরি।

সেই কারণেই ই স্কুটার দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। এতে যেমন থাকে না ইন্সিউরেন্সের ঝামেলা, বা লাইসেন্সের ঝামেলা, তেমনি হয় না পরিবেশ দূষণ। তবে এই ই স্কুটার নিয়েই ঘটে গেল; এক ভয়ঙ্কর ঘটনা।

ইলেকট্রিক স্কুটারে চার্জ দিতে গিয়েই ঘটলো বিপত্তি, হল এক দারুণ বিষ্ফোরণ, আর তাতেই মৃত্যু হল তামিলনাড়ুর এক বাবা ও মেয়ের। পুলিশ সূত্রে জানা গেছে, সেই মেয়েটির বয়স মাত্র ১৩ বছর ও বাবার বয়স ৪৯। তারা ভেলোরের নিকটবর্তী আল্লাপুরমের বাসিন্দা।

আরো পড়ুন: বিনামূল্যে রেশনের মে’য়া’দ ৬ মাস বাড়িয়ে দেওয়া হলো, বড়ো সি’দ্ধা’ন্ত কেন্দ্রের

বেশীদিন হয়নি, কাজের সুবিধার জন্য তারা ইলেকট্রিক স্কুটার কিনেছিলেন। গত শুক্রবার ব্যাটারী চার্জ দেওয়ার জন্য তারা সেটাকে চার্জে বসান, আর সেখানেই ঘটে যায় দারুণ বিপত্তি।

কিছুক্ষণ চার্জ হওয়ার পর সেটা দেখতে আসে বাবা, তাঁর সাথে আসে মেয়েও। আর তখনই ঘটে যায় বিরাট বিস্ফোরণ। আগুনের দাপট এতটাই থাকে, যার ফলে আগুন ছড়িয়ে পরে পাশের দাড় করানো স্কুটিতে।

আগুন থেকে বাচার জন্য বাবা ও মেয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। সেখানেও আগুন ছড়িয়ে পরলে বাথরুমে ঢুকে যায় তারা, কিন্তু শেষ রক্ষা হয় না। শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় তারা।