সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অসমে দুই জে’হা’দি গো’ষ্ঠী’র খোঁ’জ মিললো, গ্রে’ফ’তা’র ১০

এবার আসামের দুটি জেহাদি গোষ্ঠীর খোঁজ পাওয়া গিয়েছে। এদের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ রয়েছে বলে অনুমান করা হচ্ছে। বৃহস্পতিবার আসান পুলিশের তরফ থেকে এই তথ্য মিলেছে।

৪৮ ঘন্টায় তদন্ত চালিয়ে এই চক্রের সঙ্গে জড়িত দশ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আসামের পুলিশ। অসমের বরপেটা এবং মরিগাঁওতে ওই দুই চক্রের হদিস পাওয়া গিয়েছে।

বাংলাদেশের আনসারুল্লা বাংলা টিম (এবিটি)-র সঙ্গে এই দুই চক্রের যোগাযোগ রয়েছে। এরা হলো আলকায়দার ভারতীয় উপমহাদেশের শাখা। আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশেষ শর্মা জানিয়েছেন জিহাদীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

আরো পড়ুন: ED-র হাতে আ’ট’ক মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ, বাজেয়াপ্ত ৩০ কোটি টা’কা মূল্যের জাহাজ

কেন্দ্র এবং রাজ্যের বাহিনী ইতিমধ্যেই অভিযান শুরু করে দিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন অসমী এরকম বেশ কিছু জঙ্গি সংগঠন রয়েছে যাদের সঙ্গে জেহাদীদের সংযোগ রয়েছে। আসামের সীমানার ওপ্রান্তেই রয়েছে বাংলাদেশ।

গত মার্চ এবং এপ্রিল মাসে বরপেটা থেকে সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছিল। দশ জনকে গ্রেফতার করেছিল আসামের পুলিশ।। এদের মধ্যে একজন ছিল বাংলাদেশী।