সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ED-র হাতে আ’ট’ক মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ, বাজেয়াপ্ত ৩০ কোটি টা’কা মূল্যের জাহাজ

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তৃণমূল ঘনিষ্ঠ নেতাকর্মীদের দুর্নীতির বিরুদ্ধে প্রমাণ খুঁজতে উঠে পড়ে লেগেছে। এসএসসি দুর্নীতি মামলার সঙ্গে সঙ্গে অন্যান্য রাজ্যের অন্যান্য দুর্নীতির দিকেও নজর রয়েছে কেন্দ্রের।

সম্প্রতি ইডি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিধায়ক প্রতিনিধি পঙ্কজ মিশ্রের একটি জাহাজ আটক করেছে বলে জানা যাচ্ছে। এই জাহাজ পঙ্কজ মিশ্রের নির্দেশে অবৈধ খননের সঙ্গে জড়িত ছিল বলে জানা যাচ্ছে।

এই জাহাজর মোট ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি টাকা। বেআইনি খনন সংক্রান্ত তদন্তে ইতিমধ্যেই পঙ্কজ মিশ্রকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই জাহাজের নাম M.V.Infralink-III।

আরো পড়ুন: অর্পিতার বেলঘরিয়া ফ্ল্যাটে মিললো ;;’;সে’;’;’ক্স’;’;’ট’;’;’য়”’! মিমে মজেছে সোশ্যাল মিডিয়া

জাহাজের রেজিস্ট্রেশন নম্বর WB 1809। কোনরকম অনুমতি ছাড়াই এতদিনে এই জাহাজ চালানো হচ্ছিল বলে জানিয়েছে ইডি। সাহেবগঞ্জ, শুকরগড় ঘাট থেকে জাহাজ চালানোর অনুমোদন মেলেনি। মালিকের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত চালায় ইডি।

এর আগেও অবৈধ খনন কাজের সঙ্গে জড়িত দুটি পাথর ক্র্যাশার বাজেয়াপ্ত করা হয়েছিল। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিধায়ক প্রতিনিধি পঙ্কজ মিশ্রকে ১৯ জুলাই বেআইনি খনন কার্য চালানোর জন্য গ্রেপ্তার করা হয়েছে।