সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলকাতার জলযন্ত্রণার জন্য একমাত্র দা’য়ী উত্তরাখন্ড: ফিরহাদ হাকিম

বিগত কয়েকদিনের বৃষ্টিপাতের দরুন কলকাতার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। সারা কলকাতা শহর এই মুহূর্তে জলের তলায় ভাসছে। সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। জমা জল এবং বিদ্যুতের সংযোগের কারণে প্রায় প্রতিদিনই মৃত্যুর ঘটনা ঘটছে। এমতাবস্থায় সাধারণ মানুষের অভিযোগের আঙুল উঠছে প্রশাসনের দিকে। প্রশাসনের গাফিলতির অভিযোগ উঠছে। কলকাতাবাসীর এই জল যন্ত্রণার দায়ভার নিতে রাজি নয় প্রশাসন।

বরং কলকাতা পুরসভার চেয়ারম্যান ফিরহাদ হাকিমের দাবি, ভিন রাজ্যের কারণে জলের তলায় ডুবে রয়েছে কলকাতা। ফিরহাদ হাকিমের দাবি উত্তরখণ্ডে প্রবল বৃষ্টিপাতের কারণে গঙ্গার জল বাড়ছে। যে কারণে গঙ্গার জল এই মুহূর্তে কলকাতা শহরকে ভাসিয়ে নিয়ে গিয়েছে। কলকাতার এই যন্ত্রণা প্রসঙ্গে বলতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, এখনো কলকাতার একাধিক জায়গাই জলের তলায় ডুবে আছে।

বৃহস্পতিবার কলকাতা পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন প্রশাসনের তরফ থেকে ইরিগেশনকে সমস্ত ক্যানেল খুলে দিতে বলা হয়েছে যাতে কলকাতা শহরে জমা জল বাইরে বেরিয়ে যায়। যত তাড়াতাড়ি সম্ভব ক্যানেল পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে। উল্লেখ্য, কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষের মৃত্যুর খবর আসছে। যে কারণে ও কলকাতার প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলছেন সাধারণ মানুষ।