সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তা’লি’বা’নে’র প’ক্ষে সওয়াল করলেন কংগ্রেস বিধায়ক, তু’মু’ল সমালোচনা

সারাবিশ্ব যেখানে তালিবান জঙ্গিদের দাপটে রীতিমতো শঙ্কিত, সেখানে ভারতের কিছু তালিবান সমর্থক প্রকাশ্যেই জঙ্গিদের সমর্থন করতে শুরু করেছেন। এবার সেই তালিকায় অন্তর্ভুক্ত হলেন কংগ্রেস বিধায়ক ইরফান আনসারি। প্রকাশ্যে তালিবানদের সমর্থন করে সমালোচনার সম্মুখীন হতে হলো তাকে। ঝাড়খণ্ডের এই রাজনীতিবিদ আবার তালেবান জঙ্গিদের বিপ্লবী বলে উল্লেখ করেছেন! জঙ্গিদের নিয়ে তার এমন মন্তব্যে সমালোচনার ঝড় বইছে রাজনৈতিক মহলে।

শুক্রবার আফগানিস্তান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঝাড়খণ্ডের প্রাক্তন কংগ্রেস প্রধান আনসারি নিজের বক্তব্য রাখতে গিয়ে বলেন, আফগানিস্তানের মাটিতে এতদিন সন্ত্রাস ছড়িয়েছে মার্কিন ফৌজ। মা-বোন, শিশুদের এতদিন হেনস্থা করতো তারা। অত্যাচার চালাতো তাদের উপর। এর বিরুদ্ধে এতদিন লড়াই চালানো হচ্ছিল। আজকের ঘটনায় আফগানিস্তানের মানুষ এবং তালিবানরা খুশি বলে দাবি করেন তিনি।

আমেরিকা এবং ব্রিটেনের বিরুদ্ধে এদিন সর্বসমক্ষে তোপ দেগেছেন তিনি। তিনি দাবি করেছেন এতদিন মার্কিন এবং ব্রিটেনের সেনারা যে দেশেই গেছে সেখানকার সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছে। বর্তমানে মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে চলে গিয়েছে অপরপক্ষে ব্রিটেনের সেনাদেরও তাড়িয়ে দেওয়া হচ্ছে। এখন জঙ্গিদের রাজত্বে আফগানিস্তানের মাটিতে শান্তি ফিরবে বলে দাবি করেন তিনি!

কংগ্রেস নেতার এমন বক্তব্য এবং মানসিকতার পরিপ্রেক্ষিতে তার বিরোধিতা করতে শুরু করেছেন বিরোধীরা। ঝাড়খণ্ড বিধানসভায় বিজেপির চিফ হুইপ বিরিঞ্চি নারায়ণ বলেন কংগ্রেসের ওই নেতা এমন মন্তব্য করেছেন কারণ কংগ্রেস তালিবানি মানসিকতা রাখে। যে সংগঠন মহিলা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার চালায় তিনি তাদের সমর্থন করছেন। আসলে আনসারী চাইছেন ভারতেও এমনটাই হোক।