সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলিং বেল কিভাবে পরিবারকে সুখ ও স’মৃ’দ্ধি প্রদান ক’রে?

অনেকেই বাড়িতে ডোর বেল লাগান। তবে, বাড়িতে কোন ধরনের ডোর বেল লাগানো উচিত, সে বিষয় বাস্তুর পরামর্শ মেনে চললে সুফল পাবেন। ডোর বেল লাগানোর সময় বাস্তুর কোন নিয়ম মেনে চলতে হয়।

বাস্তু মতে, ডোর বেল বাড়ির পরিবেশকে ইতিবাচক করে তোলে। মন্ত্রোচ্চারণের ডোর বেল লাগালে, সেটি বাড়ির দক্ষিণ-পূর্বের দেওয়ালের পূর্ব দিকে লাগান। আবার পাখির ডাকের ডোর বেল লাগিয়ে রাখলে সেটি উত্তর-পশ্চিমের দেওয়ালে লাগানো শুভ।

এই দিক দিয়ে বাড়িতে বায়ু প্রবেশ করে। তাই এ দিকে পাখির ডাকের ডোর বেল লাগালে পুরো বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। ডোর বেল নির্বাচন করার আগে তার ধ্বনি শুনে নিন।

আরো পড়ুন: প্রচুর গান উপহার দিয়েছেন শ্রোতাদের, পরিবারের জন্য কি কি রে’খে গেলেন কেকে?

কারণ আপনার বাড়িতে ইতিবাচক শক্তির প্রভাব থাকবে না নেতিবাচক শক্তি প্রভাব বিস্তার করবে, সে সবই ডোর বেলের মাধ্যমে নির্ধারিত হবে। বাস্তু মতে এমন ডোর বেল নির্বাচন করবেন, যা কানে শুনতে ভালো লাগে। কর্কশ বা অপ্রিয় ধ্বনির ডোর বেল ক্ষতিকর প্রমাণিত হতে পারে।

এর ফলে পরিবারে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। তাই স্বস্তিদায়ক ডোর বেল লাগানো উচিত। বাড়ির প্রবেশদ্বারের ডান দিকে ডোর বেল লাগাবেন। যে ব্যক্তি বাড়িতে আসবে, সে যাতে ডান হাত দিয়ে ডোর বেল লাগায়, সে দিকে লক্ষ্য রাখা উচিত।

কারণ বাঁ দিকে ডোরবেল লাগালে এবং কোনও ব্যক্তি বাঁ হাত দিয়ে ডোর বেল বাজালে, সেই ব্যক্তির ওপর নেতিবাচক ব্যক্তির প্রভাব থাকলে তা বাড়ির অন্যান্য সদস্যদের মধ্যেও সঞ্চারিত হবে।

বাস্তু শাস্ত্র মতে মাটি থেকে অন্তত ৫ ফুট উচ্চতায় ডোর বেল লাগানো উচিত। আবার নেমপ্লেটের ওপরে ডোর বেল লাগানোর পরামর্শ দেয় বাস্তু শাস্ত্র। এর ফলে গৃহস্বামীর যশ-কীর্তি বৃদ্ধি পায়। পাশাপাশি পরিবারে আনন্দের আগমন ঘটে। বাস্তু মতে নেমপ্লেট ও ডোর বেল দোষযুক্ত হলে পরিবারে বিবাদ বাঁধে।