সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

DA-কে কেন্দ্র করে ঘু’রি’য়ে বা’র্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শুধু চাই শুধু চাই! তাই না? এটা পেলাম ওটা দাও! জাদুকর নই। ডিএ নিয়ে সরকারি কর্মীদের একপ্রকার আন্দোলনকে নাম না করেই জবাব দিলেন মুখ্যমন্ত্রী। আজ বৃহস্পতিবার মেদিনীপুর কলেজ মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রশাসনিক সভায় যোগদান করেন, আর সেখানেই তিনি কেন্দ্রীয় সরকার একেবারে তুলোধোনা করে।

সেখানে গিয়ে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। আর কেন্দ্র রাজ্যকে টাকা দিচ্ছে না এই নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিকে আবার সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে ক্ষোভ, মুখ্যমন্ত্রী জানায় ৩% ডিএ দিতে গেলেও রাজকোষে টান পরবে। মুখ্যমন্ত্রী জানাই এটা পেলাম, তাহলে ওটা এবার দাও। তার জন্য টাকার যোগাড় তো চাই।

কেন্দ্র টাকা দেয় না রাজ্যকে। সব জাতির সমস্যার সম্মুখীন হতে হয়, তাই বলে এই সমাধানও করতে হয়। কিন্তু আমরা তো আর জাদুকর নই। যেটা পাচ্ছি সেটাকে তো ধরে রাখতে হবে, সেই টাকা আসবে কোথা থেকে সেটাও তো চিন্তা করা উচিত। এদিকে কেন্দ্র রাজ্য বাসীর সঙ্গে বঞ্চনা করছে, টাকা দিচ্ছে না।

আরো খবর: IDBI ব্যাংকে অফিসার পদে চাকরির বি’রা’ট সু’যো’গ, জানুন আবেদনের খুঁটিনাটি

এদিকে বলা হচ্ছে আধার লিঙ্ক না থাকলে ১০০ দিনের টাকা দেওয়া হবে না। সামনে পঞ্চায়েত নির্বাচন তার জন্য শাসক দল একেবারে উঠে পড়ে লেগেছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সভা করছেন মুখ্যমন্ত্রী। মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রীর পুরুলিয়া যাওয়ার পরিকল্পনা রয়েছে, সেখানে গিয়ে তিনি আরেকটি সভায় যোগদান করবেন।

মেদিনীপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, আগে রাজ্য কর আদায় করত। কিন্তু এখন সামান্য একটা কাপড় কিনলেই তার জিএসটি দিতে হয় আর সেটা সংগ্রহ করে কেন্দ্র।

রাজ্যকে তার ভাগ দেওয়া হয় না, দেশের মধ্যে আমরাই এমন একটা রাজ্য যেখানে আমরা গর্ব করে বলতে পারি , সামাজিক সুরক্ষার দ্বারা মানুষকে একটি মালায় গেঁথে রেখেছি।