সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন স্টা’ই’লে ইলেক্ট্রনিক বাইক ল’ঞ্চ করতে চলেছে Harley Davidson

পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পাওয়াতে গাড়ি প্রেমীরা এই মুহূর্তে ইলেকট্রিকচালিত স্কুটি এবং বাইকের দিকে বেশি ঝুঁকছেন। এমতাবস্থায় বাজারে আসতে চলেছে Harley-Davidson এর প্রথম ইলেকট্রিক বাইক। গতবছর সংশ্লিষ্ট সংস্থার ইলেকট্রিক বাইক ব্র্যান্ড Serial 1 লঞ্চ করা হয়েছিল। এবার সেই ব্র্যান্ডের অধীনে S1 Mosh/Tribute ই-বাইক বিক্রি হতে চলেছে বাজারে। স্বভাবতই উৎসাহিত বাইকপ্রেমীরা।

সম্প্রতি একটি রিপোর্টে জানানো হয়েছে যে 650টি S1 Mosh/Tribute বাজারে লঞ্চ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের একাধিক দেশে আপাতত এই e-bike মিলতে চলেছে। যদিও এই নতুন বাইকের দাম সম্পর্কে সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে কিছুই জানানো হয়নি। আপাতত এই বাড়ির একটি মডেল বাজারে এল আগামী দিনে আরও বেশ কয়েকটি মডেল বাজারে আসবে বলে জানানো হয়েছে।

2020 সালে এই মোটরসাইকেলের প্রোটোটাইপ প্রকাশ্যে আনা হয়েছিল। সেখানে দেখা যায় লেদার স্যাডেল ও হ্যান্ডেলবার গ্রিপ ব্যবহার হয়েছে বাইকে। সাদা টায়ার, গ্লসি পেন্ট, একটি ব্রাউন ড্রাইভ বেল্ট এই মোটরসাইকেলের ডিজাইনকে গ্রাহকদের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে।

এই ইলেকট্রিক চালিত বাইকে হাইড্রলিক ডিস্ক ব্রেক, মিড ড্রাইভ মোটর, কার্বন বেল্ট ড্রাইভ ও সিগনেচার ইন্টিগ্রেটেড লাইটিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে। রয়েছে একটি অতিরিক্ত হাইলাইট। Mosh/Cty ই-বাইকের উপরে ভিত্তি করে এই ই-বাইক ডিজাইন করা হয়েছে।