সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অভিনয় দ’ক্ষ’তা’র কারণেই বাঙালির সে’রা অভিনেত্রীর Award পেলেন মনামী, চা’ট’তে হয়নি কা’রো পা

যখন বঙ্গবিভুষণ সন্মান নিয়ে রাজনীতি করা হয়েছে বলে সারা বাংলা সরগরম তখন সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড জিতে দেখিয়ে দিলেন সবাইকে অভিনেত্রী মনামী ঘোষ।কে যোগ্য আর কে যোগ্য নয় আরো একবার প্রমাণ হয়ে গেলো।

সম্প্রতি শিবপ্রসাদ মুখোাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ‘ বেলাশুরু ‘ – তে অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনয় সকলেরই ভীষন ভালো লেগেছে। তিনি শুধু মাত্র যথেষ্ট ভালো অভিনেত্রীই নন, সাথে একজন দক্ষ নৃত্য শিল্পীও বটে।

রীতিমত বাংলার ‘ সেনসেশন ‘ মনামী ঘোষ। তাঁর এক একটি নাচের ভিডিও লাখ লাখ মানুষ দেখেন। এর আগে তিনি বাংলা ধারাবাহিকে অভিনয় করার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন।

আরো পড়ুন: খালি দুধের প্যাকেট জমা করলেই কমদামে পেট্রোল-ডিজেল মি’ল’ছে এই পাম্পে

এই প্রথম তিনি সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন। যথারীতি তিনি খুব খুশি। তিনি তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন তাঁর খুশি। পোষ্ট করে লিখেছেন – ” সিনেমার জন্য আমার পাওয়া প্রথম সেরা অভিনেত্রীর পুরস্কার… বেলা শুরু… অভিভূত…”।

সম্প্রতি অ্যাওয়ার্ডের মঞ্চ গুলোতে রাজনীতির প্রভাব সকলেরই চোখে পড়েছে। অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের বাদ দিয়ে যাদের সন্মান দেওয়া হয়েছে তা নিয়ে নেটিজেনরা প্রশ্নও তুলেছে।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)


দেখা গেছে বঙ্গ ভূষণ পুরস্কার দেওয়া হয়েছে দেবকে ও ঋতুপর্ণাকে। আর মহানায়ক হিসেবে সোহম চক্রবর্তীকে ও মহানায়িকা হিসেবে নুসরাত জাহানকে দেওয়া হয়েছে পুরস্কার। আর এই নিয়েই সকল দর্শক অসন্তুষ্ট।

শুধু দর্শক নয় অনেক সহ অভিনেতারা ও মুখ খুলেছে। তাঁদের সকলের মতে, এর চেয়ে অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী ছিল যারা এই পুরস্কারের যোগ্য। অথচ তাদের বাদ দেওয়া হয়েছে। জিৎ -কে বাদ দেওয়া হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)


যে একটা বড় সময় জুড়ে দারুন দারুন সিনেমা করে গিয়েছে এখনও যাচ্ছে। তাঁকে বাদ দিয়ে এদের কেনো এই প্রশ্নও উঠেছে। জিতের মতোই বাদ গিয়েছিলেন যথারীতি মনামী ঘোষ ও।

কিন্তু আইসিসি থেকে তাঁর পাওয়া পুরস্কার প্রমাণ করে দিলো আরেকবার কে আসলে যোগ্য। মনামীর এই পুরস্কার প্রাপ্তিতে নেটিজেনরা খুশি বলেই জানা গিয়েছে।