সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

খালি দুধের প্যাকেট জমা করলেই কমদামে পেট্রোল-ডিজেল মি’ল’ছে এই পাম্পে

প্লাস্টিক এমন এক বস্তু যা মাটিতে মিশে যায়না ফলে আমাদের মাটি দূষিত হয়। সম্প্রতি এই কারণেই সরকার প্লাস্টিক বর্জন করতে শুরু করেছেন। প্রত্যেক জেলায় কঠোরভাবে প্লাস্টিকের প্যাকেট যাতে না ব্যাবহার হয় দেখা হচ্ছে। তবুও মানুষ সচেতন নয়। এখনো অনেক জায়গায় প্লাস্টিক ব্যাবহার হচ্ছে বলে জানা যাচ্ছে।

তাই রাজস্থানে ভিলওয়াড়ারে চিতোরগড় রাস্তায় অবস্থিত পেট্রোল পাম্পের মালিক অশোক কুমার একটি অভিনব কায়দায় সিঙ্গেল প্লাস্টিক ইউজ এর বিরুদ্ধে একটা কাম্পেন শুরু করেছেন। তিনি ঘোষণা করেছেন – দুধের খালি প্যাকেট ও প্লাস্টিকের বোতলের বদলে এক লিটার পেট্রোলে এক টাকা ছাড় ও এক লিটার ডিজেলে ৫০ পয়সার ছাড় দেওয়া হবে ৷

আর তার এই প্রয়াসে ফল ও মিলেছে। অনেক মানুষ তাদের প্লাস্টিক এর প্যাকেট বোতল এসে রেখে যাচ্ছে এই পেট্রোল পাম্পে আর তার বদলে ছাড় দিয়ে নিয়ে যাচ্ছে পেট্রোল। এখনো অব্দি ৭০০ টি দুধের প্যাকেট জমা পড়েছে। গত ১৫ জুলাই থেকে শুরু হয়েছে এই নতুন যোজনা।

আরো পড়ুন: শিলিগুড়ি থেকে দার্জিলিং মেল সরতেই শহরবাসীর মনে চা’পা ক্ষো’ভ, দা’বি উঠছে আলাদা ট্রেনের

এই দুদিন বৃষ্টির জন্য একটু কম আসছে লোকজন তাই প্যাকেট জমছে কম তবে পরেও এর একটা ভালো সাড়া পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। রাজস্থানের ডেয়ারি ব্র্যান্ড সরস ডেয়ারি এবার ভিলওয়াড়া জেলা প্রশাসন এই যোজনায় সহযোগিতা করতে এগিয়ে এসেছেন। এই উদ্যোগে আশা করা যাচ্ছে অন্তত ১০০০০ খালি দুধের প্যাকেট জমা হতে পারে।

বর্ষার জন্য লোক কম আসায় কাজ একটু পিছিয়ে যাচ্ছে। প্রয়োজনে এই কাম্পেনের সময় সীমা আরো বাড়ানো হবে বলে জানা গিয়েছে। দরকারে সময় সীমা ৬মাস করা হতেও পারে। সকলে এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে। এতে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে বলে অনেকেই মনে করছেন।