সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সবকটি বিষয়ে মাত্র ৩৫ পে’য়ে পাশ করেছে ছেলে, উচ্ছ্বসিত বাবা, গ্রাম থেকে পে’লো সংবর্ধনা

সাধারণত দেখা যায় সন্তান যখন খুব বেশী নম্বর পায়, তখন তার মা বাবা আত্মীয় স্বজন দারুণভাবে ঊচ্ছ্বসিত হয়ে ওঠে, কিন্তু কোনো জায়গায় কি এটা শুনেছেন যে সন্তান কম নম্বর পাওয়ার পরেও বাবা মা উচ্ছ্বসিত হয়ে ওঠে? এমনটা শোনাই যায় না।

তবে এমন একটি বিরল ঘটনা ঘটল মহারাষ্ট্রের পুণের জনাই বাগে। দশম শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে, আর সেখানেই ৯৬% পরীক্ষার্থী পাশ করেছে।

অনেকেই ভালো নম্বর পেয়ে পাশ করেছে, কিন্তু তাদের মধ্যেই একজন ৩৫% নম্বর পেয়ে পাশ করেছে, কিন্তু তাও তার মা বাবা পারাপর্শীদের মধ্যে দারুণ উচ্ছাস।

আরো পড়ুন: ফের ঝেঁ’পে না’ম’তে চলেছে বৃষ্টি, কোন কোন জেলা আ’জ ভিজবে জেনে নিন

ছেলেটির নাম শুভম যাদব যে কিনা ৩৫% নম্বর পেয়ে পাশ করেছে, তার অনেক বন্ধুই ৯০% নম্বর পেয়ে পাশ করেছে। কিন্তু তার এই নম্বর দেখে তার মা বাবার উচ্ছ্বাস বলছে অন্য কথা। কারণ ছেলের এই নম্বরে দারুন খুশি তারা।

কোনোভাবেই মনক্ষুন্ন ব্যাপার নেই তাদের মধ্যে। শুভমের পাড়ার লোকেরা তাকে কাঁধে তুলে নাচানাচি পর্যন্ত করেছে। একেবারে উৎসবের রঙ লেগেছিল তাদের পাড়ায়।

তবে এই খুশির কারণ কি? সেই প্রশ্নের উত্তরে তাঁর বাবা জানিয়েছে, ছেলে কম নম্বর পেয়ে পাশ করেছে, এতে আমি দারুন খুশি। কারণ কোভিডের সময় সংসার চালানোর জন্য ছেলে কাজেও ঢুকছিল। সেই হিসেবে যে পাশ করেছে এটাই অনেক। তাই আমি দারুন খুশি।