সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মা’সে শুধুমাত্র ৫৫ টা’কা জ’মা করলেই মিলবে ৩৬০০০ টা’কা, জানুন মোদি সরকারের ন’য়া স্কী’ম

অসংগঠিত ক্ষেত্রে কর্মরত কর্মচারীদের অবসর গ্রহণের পর পেনশন এর সুবিধা দিতে বিশেষ প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় প্রকল্প অনুযায়ী প্রতি মাসে মাত্র ৫৫ টাকা করে জমা রাখলেই বৃদ্ধ বয়সে এসে প্রতিমাসে ৩ হাজার টাকা করে পেনশন পাবেন গ্রাহক। অর্থাৎ বছরে কেন্দ্রীয় সরকার ৩৬ হাজার টাকা পেনশন দেবে গ্রাহককে। প্রধানমন্ত্রীর এই বিশেষ স্কিমের নাম প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা বা পিএম-এসওয়াইএম।

এই যোজনার আওতায় ৬০ বছর বয়স থেকে প্রতি মাসে ৩ হাজার টাকা পেনশন পাওয়া যায়। বিশেষত অসংগঠিত ক্ষেত্রে এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর জন্য চালু করা হয়েছে এই প্রকল্প। এই প্রকল্পের আওতায় ১৮ বছর বয়স থেকে প্রতিমাসে ৫৫ টাকা করে জমা রাখতে হয়। তবে যারা ১৮ বছর বয়স থেকে প্রকল্পের সুবিধা নিতে পারেননি তাদের ক্ষেত্রেও রয়েছে আলাদা ব্যবস্থা। সে ক্ষেত্রে ৩০ বছরের কম বয়স থেকে প্রকল্পের আওতায় এলে প্রতিমাসে জমা দিতে হবে ১০০ টাকা করে।

৪০ বছরের উর্ধ্বে প্রকল্পের আওতায় আসতে গেলে প্রতি মাসে ২০০ টাকা করে জমা রাখতে হবে। তাহলে নির্দিষ্ট সময়ের পর অর্থাৎ ৬০ বছর বয়সের পর প্রতিমাসে ৩০০০ টাকা করে ফেরত পাবেন গ্রাহকরা। অসংগঠিত ক্ষেত্রে কর্মরত কর্মীরা যারা এই মুহূর্তে নিজেদের ভবিষ্যৎ চিন্তা দুশ্চিন্তায় রয়েছেন, তারা অনায়াসেই এই প্রকল্পের আওতায় আসতে পারেন।

এই প্রকল্পের সুবিধা নিতে হলে আধার কার্ড নম্বর এবং ব্যাংকের পাস বইয়ের নথিপত্র জমা দিতে হবে। ২০১৯ সাল থেকে বিশেষত অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য এই যোজনা লাগু করে কেন্দ্রীয় সরকার। এতে অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া শ্রমিকেরা অবসর গ্রহণের পর পেনশন হিসেবে আর্থিক সুবিধা পান।