সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বের ১০ দূষিত শহরের মধ্যে প্রথম স্থা’ন পেলো দিল্লি, কলকাতার স্থা’ন দেখলে অ’বা’ক হবেন আপনি

প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষ যত বেশী আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ছে পরিবেশের জন্য বিপদ ততো বেশি বাড়ছে। যানবাহনের জ্বালানি, আতশবাজি, কলকারকারখানা থেকে নির্গত ধোঁয়ায় ঢেকে রয়েছে দিল্লি-কলকাতাসহ অন্যান্য শহরগুলি। এই মুহূর্তে দিল্লি এনসিআরের হাওয়া এতটাই দূষিত হয়ে গিয়েছে যে সেখানে শ্বাস নেওয়াটাও হয়ে উঠছে কষ্টকর।

বিশিষ্ট সংস্থা আইকিউ এয়ারের তরফ থেকে সম্প্রতি প্রকাশ করা হয়েছে একটি পরিসংখ্যান। বিশ্বের বায়ুর গুণগত মানের ওপর নজর রাখছে এই সংস্থা। সেই পরিসংখ্যান থেকে জানা গেল বিশ্বের সবথেকে দূষিত শহরের মধ্যে ভারতের রাজধানী দিল্লি শহর একেবারে প্রথমে রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাও রয়েছে এই তালিকায়। কলকাতার স্থান চতুর্থ।

পাকিস্তানের লাহোর রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছে বুলগেরিয়ার সোফিয়া শহর। এই পরিসংখ্যান কার্যত ভারতের জন্য অত্যন্ত উদ্বেগজনক। শুক্রবার বিশ্বের সেরা 10 দূষিত শহরের মধ্যে দিল্লি ছিল এক নম্বরে। বায়ুর গুণমানসূচক সেখানে 556 ছিল। কলকাতার গুণমান সূচক ছিল 177।

বায়ু দূষণ প্রতিরোধে প্রতিবারের মত এবারেও দীপাবলিতে বাজি পোড়ানো নিষিদ্ধ ছিল। তবে সরকারের অনুমতিতে গ্রীন ক্র্যাকার্সকে ছাড় দিয়েছিল সুপ্রিম কোর্ট। যদিও বিভিন্ন রাজ্যের সরকার এই নির্দেশে ক্ষোভে ফুঁসছে। তাদের দাবি বছরের অন্যান্য দিনগুলিতে বিশেষত নতুন বছর এবং বিয়েবাড়িতে বাজি নিষিদ্ধ করা হয় না। সরকার যদিও বাজি পোড়ানোতে স্বীকৃতি দেয়নি। তবুও দেশের দুই প্রধান শহরে বায়ুদূষণ বাড়ছে।