সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নিজের না’মে কি কোনো ট্র্যাফিক “কেস” আছে? কিভাবে জানবেন?

বর্তমানে কোনো গাড়ি ট্রাফিক নিয়ম ভাঙলে অনলাইনের মাধ্যমে সেই গাড়ির চালান করা হয়। SMS এর মাধ্যমে ওই গাড়ির রেজিস্ট্রারড মোবাইল নম্বরে চালান পাঠিয়ে দেওয়া হয়। এই ফাইন বা চালান অনলাইনে জমা দেওয়া যায়। আপনার গাড়ির নম্বরে কোনও চালান বকেয়া আছে কিনা,সেটাও জন যায়।

আপনার গাড়ির নম্বরে ই-চালান আছে কিনা, তা জানার উপায় –

প্রথমে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট parivahan.gov.in/parivahan- এ ভিজিট করুন।

এরপর ‘Other Products & Services’-র option এ গিয়ে ‘eChallan System’ এ যান। এতে ‘More’- option এ ক্লিক করুন।

এরপর ‘Get Challan Details’- এ যান।

আরো খবর: জীবনকৃষ্ণকে জিজ্ঞাসাবাদে উ’ঠে এলো ৮ বিধায়কের নাম! কবে ডা’ক’বে CBI?

এরপর ‘After getting challan details you can further go for online payment’-র নীচে ‘Challan Number’, ‘Vehicle Number’ বা ‘DL Number’-র মধ্যে যে কোনও একটি এন্টার করুন।

এরপর ‘Captcha’ দিয়ে ‘Get Detail’-তে ক্লিক করলে আপনার সমস্ত তথ্য স্ক্রীনে ভেসে উঠবে।

কীভাবে অনলাইনে ই-চালান (e-Challan) ভরবেন!

প্রথমে parivahan.gov.in/parivahan-তে যান।

এরপর ‘Other Products & Services’-র অধীনে ‘eChallan System’ এর ‘More’-এ যান।

এরপর ‘Pay Online’ এ ক্লিক করুন।

এরপর ‘Challan Details’-র নীচে ‘After getting challan details you can further go for online payment’এর তিনটি বিকল্পর মধ্যে যেকোনো একটি বেছে নিন(‘Challan Number’, ‘Vehicle Number’ বা ‘DL Number’)। এরপর ‘Captcha’ দিয়ে ‘Get Detail’-এ ক্লিক করুন। এরপর পেমেন্ট করে দিন।