সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: এই বিখ্যাত কোম্পানির সানস্ক্রীনে আছে ক্ষ’তি’ক’র রা’সা’য়’নি’ক, হতে পারে ত্ব’কে’র ক্যা’ন’সা’র

শিশুর সুরক্ষায় জনসন এন্ড জনসন দীর্ঘদিন ধরেই সারা বিশ্বের মানুষের প্রথম পছন্দ হয়ে এসেছে। তবে জনসন এন্ড জনসনের প্রোডাক্টের মধ্যে নাকি ক্যান্সার জনিত রাসায়নিক পদার্থ মেশানো রয়েছে। সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে এমন অভিযোগ ইতিপূর্বে বহুবার উঠেছে। এবার জনসন এন্ড জনসন কোম্পানি নিজেরাই স্বীকার করে নিল যে তাদের বানানো সানস্ক্রিনে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পাওয়া গিয়েছে।

সানস্ক্রিন প্রস্তুতকারক সংস্থার তরফ থেকে এই বিবৃতি প্রকাশ হওয়ার পর থেকেই ফার্মেন্সি চ্যানেল সিভিএ হেলথ, ওয়ালগ্রেন, বুটস অ্যালায়েন্স, খুচর বিক্রেতা ওয়ালমার্ট জনসন এন্ড জনসন কোম্পানির সানস্ক্রিন বিক্রি করা বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, নিউট্রোজেনা আভেনো ব্র্যান্ডের অ্যারোসোল সানস্ক্রিনের পরীক্ষায় ক্ষতিকারক উপাদান পাওয়া গিয়েছে। তাই ক্রেতাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যডমিনিস্ট্রেশনের তরফ থেকে সম্প্রতি এই মর্মে একটি পিটিশন দাখিল করা হয়েছে। সেই পিটিশন দাখিল হওয়ার দুই মাসের মধ্যেই জনসন এন্ড জনসন কোম্পানির জানিয়ে দিল যে তাদের তৈরি কিছু প্রোডাক্টের স্প্রেতে বেনজিনের মত রাসায়নিক পাওয়া গেছে। অতিরিক্ত পরিমাণে বেনজিনের উপস্থিতি ক্যান্সারের উদ্রেক ঘটাতে পারে। বেনজিন যতটা প্রয়োজন তার থেকেও বেশি মাত্রায় ব্যবহার করা হয়েছে ওই কোম্পানির সানস্ক্রিনে।

স্প্রে আর লোশন মিলিয়ে সংস্থাটি এক ডজনেরও বেশি এজাতীয় প্রোডাক্ট তৈরি করে বলে জানানো হয়েছে। বেনজিনকে হিউম্যান কার্সিনোজেনে আওতায় ধরা হয়। জনসন এন্ড জনসন কোম্পানির দুটি সানস্ক্রিনে বেনজিনের মত উপাদান পাওয়া গিয়েছে। বেনজিন যদিও সানস্ক্রিন গঠনের প্রধান উপাদান নয়। তবুও তা মাত্রাতিরিক্ত মাত্রায় ব্যবহার করা হয়েছে ওই কোম্পানির সানস্ক্রিনে।