সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন বছরে কোন কোন তারিখ স্কুল ছুটি? দেখে নিন পুরো তা’লি’কা

2023 সাল শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য সরকারের অধীনস্থ স্কুলগুলির ছুটির তালিকা ঘোষণা করেছে । আর সেই তালিকা অনুয়াযী আগামী বছর পুজোয় বেশ লম্বা ছুটি পেতে চলেছে পড়ুয়ারা।

পর্ষদের বিজ্ঞপ্তি অনুসারে, 2023 সালে সরকারি স্কুলে পুজোর ছুটি থাকবে 26 দিন। অন্যদিকে, ছাত্রছাত্রীদের গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হবে 10 দিন। সবমিলিয়ে আগামী বছরের মোট 65 দিনের ছুটির তালিকার ঘোষণা করা হয়েছে।

১ জানুয়ারি: ইংরেজি নববর্ষ । ১২ জানুয়ারি: স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী । ২৩ জানুয়ারি: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী (সোমবার, স্কুলে পালন করতে হবে)। ২৫ জানুয়ারি: সরস্বতী পুজোর আগেরদিন । ২৬ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস এবং সরস্বতী পুজো।

১৪ ফেব্রুয়ারি: পঞ্চানন বর্মার জন্মদিবস (মঙ্গলবার)। ১৮ ফেব্রুয়ারি: শিবরাত্রি (শনিবার)। ৭ মার্চ: দোলযাত্রা (মঙ্গলবার)। ৮ মার্চ: হোলি (দোলযাত্রার পরের দিন) এবং সবে-ই-বরাত (বুধবার)। ১৯ মার্চ: শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী।

আরো খবর: ফেক ওয়েবসাইটের ফাঁ’দে ৫০ হাজার বেকার যুবক-যুবতী, চা’ক’রি প্রতারণার প’র্দা ফাঁ’স

৪ এপ্রিল: মহাবীর জয়ন্তী । ৭ এপ্রিল: গুড ফ্রাইডে (শুক্রবার)। ১৪ এপ্রিল: বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী (শুক্রবার)। ১৫ এপ্রিল: বাংলা নববর্ষ (শনিবার)। ২১ এপ্রিল: ইদ-উল-ফিতরের আগেরদিন (শুক্রবার)। ২২ এপ্রিল: ইদ-উল-ফিতর।

১ মে: মে দিবস (সোমবার)। ৫ মে: বুদ্ধপূর্ণিমা এবং পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মজয়ন্তী (শুক্রবার)। ৯ মে: রবীন্দ্র জয়ন্তী (মঙ্গলবার)। ২৪ মে থেকে ৪ জুন: গ্রীষ্মকালীন অবকাশ

২০ জুন: রথযাত্রা (মঙ্গলবার)। ২৯ জুন: বকরি ইদ (বৃহস্পতিবার)। ২৯ জুলাই: মহরম (শনিবার)। ১৫ অগস্ট: স্বাধীনতা দিবস (মঙ্গলবার, স্কুলে পালন করতে হবে)। ৩০ অগস্ট: রাখি পূর্ণিমা (বুধবার)।

৬ সেপ্টেম্বর: জন্মাষ্টমী (বুধবার)। ২৯ সেপ্টেম্বর: ফতোয়া-দোয়াজ-দাহাম (বৃহস্পতিবার)। ২ অক্টোবর: গান্ধী জয়ন্তী (সোমবার)। ১৪ অক্টোবর থেকে ১৬ নভেম্বর: দুর্গাপুজোর চতুর্থী থেকে ভাইফোঁটার পরদিন পর্যন্ত ছুটি থাকবে।

১৯ নভেম্বর: ছটপুজো (রবিবার)। ২০ নভেম্বর: ছটপুজোর জন্য বাড়তি ছুটি (সোমবার)। ২৭ নভেম্বর: গুরু নানকের জন্মজয়ন্তী (সোমবার)। ২৫ ডিসেম্বর: বড়দিন।

আগামী ৫ ফেব্রুয়ারি গুরু রবিদাসের জন্মজয়ন্তী উপলক্ষ্যে ছুটি থাকবে। শুধুমাত্র গুরু রবিদাসের অনুগামীরা ছুটি পাবেন। সেইসঙ্গে আরও দুটি সম্প্রদায়গত ছুটি আছে।

ইস্টার স্যাটারডে’র জন্য ৮ এপ্রিল (খ্রিস্টান) এবং হুল দিবল উপলক্ষ্যে ৩০ জুন ছুটি থাকবে (আদিবাসী সম্প্রদায়)। কবি ভানুভক্তের জন্মদিবস উপলক্ষ্যে ১৩ জুলাই দার্জিলিং এবং কালিম্পং জেলার স্কুল ছুটি থাকবে বলে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে।