সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্বল্প সঞ্চয়ে কত হারে সুদ বৃ’দ্ধি পেলো? NSC-MIS থেকে কত বে’শি সুদ মিলবে?

শনিবার ১ এপ্রিল কেন্দ্রীয় সরকারের তরফে এক নির্দেশিকা জারি করে জানানো হয়েছে যে নতুন অর্থবর্ষ থেকে স্বল্প সঞ্চয়ে সুদের হার কিছুটা বাড়িয়ে দেওয়া হবে।কোনও ক্ষেত্রে সুদ বেড়েছে আগের চেয়ে ০.১ শতাংশ, আবার কোনও ক্ষেত্রে তা বেড়েছে ০.৭ শতাংশ। দু-একটি ব্যতিক্রমও রয়েছে। তবে, প্রথম ত্রৈমাসিকের জন্য অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসে নতুন হারে সুদ পাবেন গ্রাহকেরা।

পোস্ট অফিসের জমা রাখা টাকায় প্রতি ক্ষেত্রেই সুদ কিছুটা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। ১ বছরের জন্য জমা রাখা টাকার ক্ষেত্রে সুদের হার ৬.৬ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ৬.৮ শতাংশ।

২ বছরের মেয়াদি জমার ক্ষেত্রে সুদ ৬.৮ শতাংশ থেকে ৬.৯ শতাংশ করা হয়েছে।

৩ বছরের মেয়াদি জমার ক্ষেত্রেও ৬.৯ শতাংশ থেকে সুদ মিলবে ৭ শতাংশ করা হয়েছে।

৫ বছরের মেয়াদি জমার ক্ষেত্রে সুদের হার ৭ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ৭.৫ শতাংশ।

৫ বছরের রেকারিং ডিপোজ়িটের ক্ষেত্রে ৫.৮ শতাংশ হারে সুদ পেতেন গ্রাহকরা। তবে এবার থেকে ৬.২ শতাংশ হারে সুদ দেওয়া হবে।

আরো খবর: কোথায় হা’রি’য়ে গেলেন প্রশান্ত কিশোর? কোথায় দিন কা’ট’ছে ভোট কৌশলীর?

বয়স্ক নাগরিকদের সঞ্চয় প্রকল্পে (সিনিয়র সিটিজ়েন সেভিংস স্কিম) ৮ শতাংশ হারে সুদ দেওয়া হত। তা বাড়িয়ে করা হয়েছে ৮.২ শতাংশ।

জাতীয় সঞ্চয় শংসাপত্রের (ন্যাশানল সেভিংস সার্টিফিকেট) সুদ ৭ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ৭.৭ শতাংশ।

মাসিক রোজগার অ্যাকাউন্ট প্রকল্প (মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিম)-এ ৭.১ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৪ শতাংশ হারে সুদ করা হয়েছে।

কিসান বিকাশ পত্র প্রকল্পে আগে ৭.২ শতাংশ হারে সুদ দেওয়া হত।যা বেড়ে হয়েছে ৭.৫ শতাংশ।

সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট প্রকল্পে আগে সঞ্চয়ের ওপর ৭.৬ শতাংশ হারে সুদ দেওয়া হত যা বাড়িয়ে করা হয়েছে ৮ শতাংশ।

তবে দু’টি স্বল্প সঞ্চয় প্রকল্পর সুদের কোনও পরিবর্তন করা হয়নি।সাধারণ সেভিংস অ্যাকাউন্টের সুদ ৪ শতাংশই রয়েছে। পাবলিক প্রভিডেন্ট ফান্ডেও আগের মত এখনও ৭.১ শতাংশ হারে সুদ মিলবে।