সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইউক্রেন জি’ত’তে পারবেন না পুতিন, টুইট করে হুঁ’শি’য়া’রি বাইডেনের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মস্কোকে হুঁশিয়ারি দিলেন। তার মতে, ইউক্রেন দখল করতে পারবে না রাশিয়া। তারা হয়তো একটা শহর দখল করে ফেললেও ফেলতে পারে। কিন্তু গোটা ইউক্রেন দখল করা পুতিনের স্বপ্নই থেকে যাবে।

বাইডেন গত ভোরে বুধবার অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী টুইটারে লিখেছেন, ”একটা বিষয় পরিষ্কার। ইউক্রেনে কখনওই জয়ী হতে পারবেন না পুতিন। পুতিন হয়তো কোনও একটা শহর দখল করতে পারেন। কিন্তু কোনও দিনই গোটা দেশটাকে জয় করতে পারবেন না।”

তবে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জানিয়ে দিয়েছেন, তাঁরা আর ন্যাটো সদস্যপদ পাওয়ার জন্য জোরাজুরি করবেন না। তাঁর এই মন্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতির পিছনেই রয়েছে ন্যাটো সামরিক জোটে ইউক্রেনের শামিল হতে চাওয়া থেকেই।

আরো পড়ুন: গলা দি’য়ে কাকের ম’তো আওয়াজ বে’র হচ্ছে! অ’সু’স্থ হয়ে হাসপাতালে ভ’র্তি মদন মিত্র

যদি শেষ পর্যন্ত সেই দাবি থেকে সরে আসে ইউক্রেন, তাহলে যুদ্ধের সমাপ্তিও হতে পারে। তবে ন্যাটো সম্পর্কে এহেন মন্তব্যের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদও জানিয়েছেন জেলেনস্কি। মঙ্গলবারই বাইডেন ঘোষণা করেছিলেন, রাশিয়ার থেকে কোনও জ্বালানিই আর নেবে না আমেরিকা।

ইউক্রেনের প্রেসিডেন্ট সেই প্রসঙ্গেই তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। দেখতে দেখতে প্রায় ২ সপ্তাহ পেরিয়ে গিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। এর মধ্যে বেশ কয়েকবার যুদ্ধবিরতি ঘোষণা করেছে মস্কো। বুধবার রাশিয়া চেরনিহিভ, সুমি, খারকভ, মারিওপোল এবং জাপরজিয়া- এই পাঁচ শহরে যুদ্ধবিরতির কথা জানিয়েছে।