সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গলা দি’য়ে কাকের ম’তো আওয়াজ বে’র হচ্ছে! অ’সু’স্থ হয়ে হাসপাতালে ভ’র্তি মদন মিত্র

গলা দিয়ে বের হচ্ছে কাকের সুর, আর যে কারণে তিনি এখন হাসপাতালে ভর্তি। কামারহাটির বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র তিনি এখন অসুস্থ,ইতিমধ্যেই গলার সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ইতিমধ্যেই গলা নিয়ে দারুণ ভোগান্তি হচ্ছে তার যার কারণে, গলায় করা হবে অস্ত্রপ্রচার।

জানা গিয়েছে তার গলায় নাকি টিউমার ধরা পড়েছে, সেটা অস্ত্রপ্রচারের মাধ্যমে বাইরে বের করে নিয়ে আসা হবে। মদন মিত্র হাসপাতালে ভর্তি রত অবস্থায় জানিয়েছেন, কথা বলতে গেলেই নাকি তার গলা দিয়ে কাকের মতো আওয়াজ বের হচ্ছে। ভোকাল কর্ড জনিত সমস্যার কারণে আমি হাসপাতালে ভর্তি হয়েছি। প্রথমদিকে সমস্যাটাকে অনেকটাই চেপে রেখেছিলাম, কিন্তু এখন তা হাতের বাইরে চলে গেছে, যার কারণে আমি নিজে থেকে হাসপাতালে ভর্তি হয়েছি। কথা বলতে দারুন কষ্ট বোধ হচ্ছে।

এই সমস্যা তো আর নতুন নয়, কারণ বহুদিন আগে থেকেই এই গলার সমস্যায় ভুগছিলেন তিনি। যার কারণে প্রচুর ডাক্তার দেখিয়েছেন এই কারণে।কিন্তু ডাক্তাররা অস্ত্রোপচারের কোনো কারণ খুঁজে পায়নি। কিন্তু বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে, যেখানে অস্ত্রপচার বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে।

আরো পড়ুন: আল্লু অর্জুনের স্টা’ই’লে হরেকৃষ্ণ কীর্তন, ভিডিও দেখে হ’ত’বা’ক নে’ট নাগরিকরা

প্রাক্তন মন্ত্রীর অস্ত্রপ্রচার বলে কথা,ইতিমধ্যে এসএসকেএম হাসপাতালে একটি কমিটি গঠন করা হয়েছে এই অস্ত্রোপচারের জন্য। এই কমিটিতে রয়েছেন সব দিক থেকে বিশেষজ্ঞ ডাক্তারের, মোটকথা কোনরকম রিস্ক নিতে চাইছে না ডাক্তারের। তাই এই কারণেই কমিটিতে রয়েছে ইএনটি বিশেষজ্ঞ অরুণাভ সেনগুপ্ত, ডি ঘোষ, চেস্ট মেডিসিন বিশেষজ্ঞ সোমনাথ কুণ্ডু, মেডিসিনের সৌমিত্র ঘোষ, কার্ডিওলজির সরোজ মণ্ডল, এন্ডোক্রিনোলজির শুভঙ্কর চৌধুরী ও তাছাড়া আছেন অ্যানাস্থেসিওলজির এ লাহা এবং দেবব্রত দাস।

প্রথম দিকে যখন নারদা কান্ডের মদন মিত্র অভিযুক্ত হয়েছিলেন, তখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আর তখনই তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিল অসুস্থতার কারণে। আর সেখানেই তার গলার টিউমার এর কথা প্রথম জানতে পারে চিকিৎসকেরা। প্রথমদিকে স্পিচ থেরাপির মাধ্যমে সেটা কমানোর চেষ্টা করলেও, এখন তারা অস্ত্রোপচারকেই বেছে নিয়েছে।