Home আন্তর্জাতিক আগামী ৩ দিন ধ’রে দেখা যা’বে উল্কা বৃ’ষ্টি, কো’থা’য় ও কখন দে’খা...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগামী ৩ দিন ধ’রে দেখা যা’বে উল্কা বৃ’ষ্টি, কো’থা’য় ও কখন দে’খা যা’বে জেনে নিন

বিভিন্ন মহাজাগতিক কর্মকাণ্ডের মধ্যে অন্যতম আকর্ষণীয় বিষয় হল উল্কাবৃষ্টি। চলতি বছরও তিনদিন ধরে দেখা যাবে Perseid মেটিওর শাওয়ার বা উল্কাবৃষ্টি। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী ১১, ১২ এবং ১৩ অগস্ট রাতে উত্তর গোলার্ধের বাসিন্দারা এই অবিস্মরণীয় দৃশ্যের সাক্ষী থাকার সুযোগ পাবেন। খালি চোখেই নাকি দেখা যাবে উল্কাবৃষ্টি। এমনটাই জানা গিয়েছে।

এই ১৫ থেকে ২০০টি উল্কা একসঙ্গে ধেয়ে আসতে পারে। আচমকা এই উল্কাবৃষ্টি যে মহাকাশের অন্যতম উজ্জ্বল বা ব্রাইটেস্ট ইভেন্ট হতে চলেছে, তা বোঝাই যাচ্ছে। কয়েক ঘণ্টার মধ্যেই এই উল্কাবৃষ্টি হবে বলে জানা গিয়েছে।

এই উল্কারা রাতের আকাশে জ্বলজ্বল করে । প্রতি বছরই মেটিওর শাওয়ারের সময় একটা dusty trail বা ধূলিকণা মিশ্রিত ল্যাজের মতো দেখতে অংশ বা পথ ছেড়ে যায় এইসব উল্কারা। পৃথিবী যখন এই সময় উল্কার ডেব্রিস ফিল্ড বা ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে যায় তখন এই ডাস্টি টেল পরিলক্ষিত হয়। শুধু তাই নয়, Perseids আসে ধূমকেতুর অবশিষ্ট অংশ এবং ভাঙা গ্রহাণুর অংশ থেকে।