সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর পোশাক নিয়ে তি’র্য’ক ম’ন্ত’ব্য, বি’ত’র্কে জড়ালেন তৃণমূলের কী’র্তি আজাদ

প্রধানমন্ত্রীর পোশাক নিয়ে এক বড় বিতর্কের মধ্যে জড়ালেন তৃণুমূলের নেতা তথা জাতীয় ক্রিকেটার কীর্তি আজাদ। গত কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী উত্তর পূর্ব ভারত সফরে গিয়েছিলেন আর সেখানে তিনি সেখানকার একটি পোশাক পড়েছিলেন। আর সেই ছবি নিয়েই কীর্তি অনলাইনে বিক্রি হওয়া একই পোশাক পরিহিত একটি মেয়ের ছবি পোস্ট করেন স্যোশাল মিডিয়ায়, আর সেখানেই তিনি ক্যাপশনে লেখেন ব্যাঙ্গাত্মক কবিতা।

কিন্তু তারপর কি হতে পারে সেটা তিনি একবারের জন্যও ভাবেনি। যার ফলেই অসমের মুখ্যমন্ত্রী সহ বিজেপির আক্রমণের শিকার হন তিনি। এটা নতুন কিছুই নয়, প্রধানমন্ত্রীর পোশাক নিয়ে চর্চা সর্বদা হয়ে থাকে, তাছাড়া প্রধানমবত্রী যে রাজ্যেই যান না কেন সেই রাজ্যের পোশাক তিনি পরিধান করেন। এবারও তার অন্যথা হয় নি। তিনি মেঘালয় ও ত্রিপুরা গিয়েছিলেন আর সেখানে গিয়ে সেখানকার একটি পোশাক পরে ছবি পোস্ট করেন।

আর সেটা নিয়েই শুরু হয় বিতর্ক। কীর্তি সেই ছবি দেখেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে একটি ছবি পোস্ট করেন এমনকি সেই ছবির পোশাকের মতোই একটি পোশাকের ছবি দিয়ে পাশে দামও উল্লেখ করেন। সাথে একটি ব্যাঙ্গাত্মক কবিতাও লেখেন যার অর্থ হল না নর, না নারী , তিনি কেবল ফ্যাশনের পূজারী।

আরো খবর: ২৫ ডিসেম্বর কেমন থা’ক’বে রাজ্যের আবহাওয়া? কি বলছে হাওয়া অফিস?

এই কথা বলার পরেই বিজেপির আক্রমণের শিকার হন তিনি। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা টুইট করে বলেন, কীর্তি শুধু প্রধানমন্ত্রীকেই নয় মেঘালয়কেও অপমান করেছেন। সেখানকার সংস্কৃতিকেও অপমান করেছেন তিনি। কিন্তু এই টুইটের পর কীর্তিও টুইট করে জবাব দেয় যে আমি বলতে চেয়েছি আমাদের প্রধানমন্ত্রী ফ্যাশন স্টেমেন্ট দিতে ভালোবাসে, সে কোনো সুযোগই হাতছাড়া করেন না।।